Odisha Couple

Moumita

‘একেই বলে প্রকৃত ভালোবাসা’, স্ত্রীর স্বপ্নপূরণের জন্য আস্ত একটা মন্দির তৈরি করলেন এই ব্যক্তি

মুঘল সম্রাট শাহজাহান (Shahzahan) তার স্ত্রী মুমতাজের (Mumtaz) স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন তাজমহল (Tajmahal)। এবার নিজের স্ত্রী এর স্বপ্নপূরণ করার জন্য মন্দির (Mandir) গড়লেন এক ব্যক্তি। তিনি সন্তোষী মায়ের (Santoshi Maa) মন্দির তৈরি করলেন উড়িষ্যার দম্পত্তি (Odisha Couple)। মোট ৭ কোটি টাকা খরচ করতে হয়েছে তাকে।

   

ঘটনাটি ওড়িশার জাজপুর জেলার চিকানা গ্রামের। সেখানের খেত্রবাসী লেঙ্কা নামের এক শিল্পপতি এই মন্দির বানিয়েছেন। আসলে তার স্ত্রী বৈজয়ন্তী সন্তোষী মায়ের খুব বড় ভক্ত। আর সেজন্যই সন্তোষী মায়ের মন্দির তৈরির খুব ইচ্ছা ছিল বৈজয়ন্তীর।

ব্যস, যেমন ভাবা তেমন কাজ! স্ত্রীর ইচ্ছাপূরণ করতেই গ্রামে ওই মন্দির নির্মাণ করেছেন খেত্রবাসী। সূত্রের খবর, পুরো মন্দিরটাই তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলে। যদিও তারা হায়দ্রাবাদে থাকেন, তবে মন্দির বানানোর জন্য ওড়িশার এই গ্রামকেই বেছে নিয়েছেন তারা।

Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,খেত্রবাসী লেঙ্কা,বৈজয়ন্তী,ওড়িশা,সন্তোষী মা,মন্দির,Khetravasi Lenka,Boijayanti,Santoshi ma,Temple,Odisha,Shahzahan,Mumtaz,Tajmahal,শাহজাহান,মুমতাজ,তাজমহল

বৈজয়ন্তীর বহুদিনের ইচ্ছে ছিল গ্রামে সন্তোষী মায়ের মন্দির গড়ে তোলার। আর সেই মতো ২০০৮ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। সেখানে সন্তোষী মায়ের মূর্তি ছাড়াও শিব, গণেশ, হনুমান, নবগ্রহ দেবতার পুজো করার ব্যবস্থা করা হয়েছে।

Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,খেত্রবাসী লেঙ্কা,বৈজয়ন্তী,ওড়িশা,সন্তোষী মা,মন্দির,Khetravasi Lenka,Boijayanti,Santoshi ma,Temple,Odisha,Shahzahan,Mumtaz,Tajmahal,শাহজাহান,মুমতাজ,তাজমহল

ঘটনা প্রসঙ্গে বৈজয়ন্তী বলেন, ‘‘গ্রামে মন্দির তৈরির খুব ইচ্ছা ছিল। স্বামীর প্রতি আমি কৃতজ্ঞ। ও আমার স্বপ্ন সত্যি করেছে। আমরা ছোটখাটো মন্দির তৈরি করতে চেয়েছিলাম। তবে ভগবানের আশীর্বাদে গ্রামে সুন্দর একটা মন্দির তৈরি করতে পেরেছি।’’