খেলার সঙ্গে ইতিহাস, দিঘা জগন্নাথ মন্দিরের পর মন্দারমণিতে জাদুঘর! অপেক্ষায় ধোনি-পেলে

Mandarmani

খেলার সঙ্গে ইতিহাস, দিঘা জগন্নাথ মন্দিরের পর মন্দারমণিতে জাদুঘর! অপেক্ষায় ধোনি-পেলে

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্ত এলেই হাওয়া বদলের স্বপ্নে মশগুল থাকে বাঙালি। দিঘা, মন্দারমণি (Mandarmani) যেন পাশের বাড়ি। কথা নেই বার্তা নেই চলো দিঘা, ঝড় আসছে চলো দিঘা, গরম পড়েছে মন্দারমণিতেই ঠাঁই। মানুষের বায়নার শেষ নেই। এই দুই সমুদ্র সৈকতের ট্যুরিজম আজ বাঁধনছাড়া। এমন সময় দিঘাতে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। মন্দারমণিই বা পিছিয়ে থাকে কেন? তাই এবার আপনার দু’দিনের ঘোরার ডেস্টিনেশনে যুক্ত হল সমুদ্র সৈকতের পাশাপাশি স্পোর্টস মিউজিয়ামও, তাও আবার মন্দারমণিতেই!

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে বাংলা পেয়েছে ওড়িশার পুরীর ধাঁচের নতুন জগন্নাথ মন্দির। আর তার ঠিক এক মাসের মধ্যেই মন্দারমণিও পেয়ে গেল এক নতুন স্পোর্টস মিউজিয়াম। গত ১৯ মে পূর্ব মেদিনীপুরের মুকুটে জুড়ল নতুন একটি পালক। হাওয়া বদলে গিয়ে তাহলে পেলেদের একবার দেখে আসবেন নাকি! আপনারই অপেক্ষায় সেখানে আপনার প্রিয় খেলোয়াড়রা, ধোনি-সানি থেকে পেলে-দিবুরা।

কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট’স ক্লাব ও লাক্সারি আমার ট্রি রিসোর্ট মন্দারমণির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ‘লাক্সারি আমার ট্রি রিসোর্ট স্পোর্টস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’ (Luxury Amar Tree Resort Sports Museum And Library)। এর আগে ভারতে কোনও সাংবাদিকদের ক্লাব যা পারেনি, তাই করে দেখালো এই ক্লাব। গত সোমবারের উদ্বোধনে মিউজিয়াম উদ্বোধনে হাজির ছিলেন প্রায় ৫০ জন সাংবাদিক। প্রাক্তন কিংবদন্তি অ্যাথলিট ও সাংসদ জ্যোতির্ময়ী শিকদার, ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও কোচ শান্তি মল্লিকও। আমার ট্রি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রবীর রায়চৌধুরী, সিএসজেসি-র প্রেসিডেন্ট শুভেন রাহা ও সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ও তাঁদের উপস্থিতি দিয়ে জানান দিয়েছেন যে পাশে আছেন।

আরও পড়ুন: ২৫ মে শিক্ষার্থীদের বিরাট উপহার দেবে কলকাতা মেট্রো! জেনে নিন খুশির খবর

মিউজিয়াম খোলার সময়

কিন্তু প্রশ্ন এখানে অন্য জায়গায়। একটি রিসর্ট খুলেছে এই মিউজিয়াম। সাধারণ মানুষ, যাঁরা রিসর্টে যাবেন না, তাঁদের জন্য এখানে জায়গা হবে তো! জানা গিয়েছে, সর্বসাধারণের কথা ভেবেই করা হয়েছে এই মিউজিয়াম। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিউজিয়াম থাকবে খোলা। শুধু রিসর্টে ঢোকার সময়ে এন্ট্রি পাস নিয়েই, এক্কেবারে বিনে পয়সায় দেখা যাবে এই বিশেষ জাদুঘর।

সঙ্গে থাকুন ➥