মোদী জমানায় যতই সমালোচনা হোক না কেন, লকডাউন পরবর্তী সময়ের উৎপাদনের হার বলছে কিছু অন্য কথা। এক সমীক্ষা অনুযায়ী, ব্যবস্থাপকগুলির সূচক (ম্যানুফ্যাকচারিং পিএমআই) অক্টোবরে ৫৮.৯ এ দাঁড়িয়েছে, যা এই বছরের সেপ্টেম্বরে ৫৬.৮ ছিল। যা গত ১০ বছরে এটাই সেরা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ২০১০- এর পর এই প্রথম কারখানায় এতো কাজের গতি।