গত ১০ বছরে সর্বোচ্চ পৌঁছেছে উৎপাদনের মাত্রা, সংস্থাগুলোরও বাড়ছে বিক্রি

মোদী জমানায় যতই সমালোচনা হোক না কেন, লকডাউন পরবর্তী সময়ের উৎপাদনের হার বলছে কিছু অন্য কথা। এক সমীক্ষা অনুযায়ী, ব্যবস্থাপকগুলির সূচক (ম্যানুফ্যাকচারিং পিএমআই) অক্টোবরে ৫৮.৯ এ দাঁড়িয়েছে, যা এই বছরের সেপ্টেম্বরে ৫৬.৮ ছিল। যা গত ১০ বছরে এটাই সেরা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ২০১০- এর পর এই প্রথম কারখানায় এতো কাজের গতি।

Avatar

Koushik Dutta

X