৫৩ বছরে এই প্রথম, অতিমারির কারণে বাজারের বৃদ্ধি কমে হতে পারে ০.৯%

করোনা অতিমারির কারণে ব্যাপকভাবে মার খেয়েছে বাজার। এবং এক মারের তীব্রতা এতোই যে চলতি বছরে ঘুরে দাঁড়ানোর আশা খুব একটা দেখছেন না বিশেষজ্ঞরা। এক রিপোর্ট অনুযায়ী, চিন সহ গোটা পূর্ব এশিয়ায় মন্দার প্রভাব প্রকট। ২০২০ সালে বাজারের বৃদ্ধি কমে হতে পারে ০.৯ শতাংশ। যা ১৯৬৭ সালের পর এই প্রথম।

Avatar

Koushik Dutta

X