গ্রামের দেওয়ালে আঁকা অংকের ফর্মুলা, অফলাইনেও নোটস নিতে পারছেন পড়ুয়ারা

উদ্ভাবনী ভাবনা হার মানায় সকল বাধাকে। ভারতের বহু জায়গায় ইন্টারনেট সংযোগ না থাকায় খুঁজে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। আশ্র‍য় নিতে হচ্ছে নতুনত্বের। যেমন মহারষ্ট্রের চন্ডিপুর গ্রামের রাস্তা, দেওয়া এবং আশেপাশের বিভিন্ন জায়গা যেখানে লোক চলাচল রয়েছে সেখানে আঁকা হয়েছে অংকের ফর্মুলা। স্থানীয় প্রশাসন নাম দিয়েছে ‘মিশন ম্যাথস’। এখন অফলাইনেও দরকারী নোটস টুকে নিতে পারছেন ছাত্রছাত্রীরা।

Avatar

Koushik Dutta

X