Anurager Chhowa

anita

Anurager Chhowa: ‘প্রেমিকাকে দেখলেই সময় থমকে যায়’! এবার নিজের গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করালেন সূর্য

নিউজ শর্ট ডেস্ক:  এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) হার্টথ্রব হিরো হলেন হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বাংলার তরুণীদের কাছে বং ক্রাশ তিনি। জনপ্রিয়তার নিরিখে দিনে দিনে বেড়েই চলেছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা। অনুরাগের ছোঁয়ার ডাক্তার সূর্য (Surjo) সেনগুপ্তকে সারক্ষণ চোখে হারাচ্ছেন তরুণীরা।

   

পর্দায় এই সূর্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় আভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সিরিয়ালে তিনি দুই মেয়ের বাবা। তবে বাস্তব জীবনে এই অভিনেতার বয়স এখনও ২৫-এর গণ্ডিও পেরোয়নি। তাঁর  রিলেশনশিপ স্টাটাস-ও সিঙ্গেল। তাই দিব্যজ্যোতির প্রেমিকা হওয়ার জন্য সুন্দরীদের লাইন নেহাত কম লম্বা নয়। কিন্তু এবার নিজের সমস্ত মহিলা অনুরাগীদের মন ভাঙলেন দিব্যজ্যোতি।

প্রসঙ্গত দিব্যজ্যোতির সাথে ইতিপূর্বে নাম জড়িয়েছে অনেক অভিনেত্রীর। এই যেমন  ধারাবাহিকের শুরুর দিকে দীপা অভিনেত্রী স্বস্তিকা দত্ত আর বিগত কয়েকমাস ধরে শোঃ অভিনেত্রী উর্মি অর্থাৎ সৌমিলি চক্রবর্তীর সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের খবর কানে এসেছে  বহুবার। তবে সেই জল্পনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন দিব্যজ্যোতি।

Anurager Chhowa

সৌমিলির সাথে প্রেমের জল্পনা প্রসঙ্গে পর্দার সূর্য বলেছিলেন ‘প্রেম তো ওরকমভাবে রঙ তো আসে না, যখন আসবে দেখা যাবে। আমরা একসঙ্গে ছবি পোস্ট করেছি, আমি যে কোনও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেই এইসব চর্চা শুরু হয়। সেগুলো সত্যি নয়, ভুল ধারণা।’

আরও পড়ুন: এত বড় অফিসার হয়েও নেই ক্ষমতা! জগদ্ধাত্রী ছাড়ছেন সৌম্যদীপ, আসছেন নতুন নায়ক

তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন দিব্যজ্যোতি নিজেই। প্রথমবারের মতো নিজের প্রেমিকার সাথে আলাপ করালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে অভিনেতা লিখেছেন ‘যখন প্রেমিকার (জিম) সাথে দেখা হয় সময় থমকে যায়, এবং এটাই সত্যি।’

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Dibyojyoti Dutta,দিব্যজ্যোতি দত্ত,Girlfriend,প্রেমিকা,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

হ্যাঁ ঠিকই ধরেছেন দিব্যজ্যোতির এই প্রেমিকা কোনো রক্তমাংসের মানুষ নন। ফিটনেস ফ্রিক এই অভিনেতা জিমকেই নিজের প্রেমিকা মনে করেন। এমনকি দিনের বেশিরভাগ সময়টাই জিমে কাটিয়ে থাকেন তিনি। এমনকি শুটিং সেরে রাতেও জিমে যেতে বলেন না ‘জিম পাগল’ সূর্য।