কমলা নেগি,উত্তরাখণ্ড,গ্যারাজ,Kamala Negi,Uttarakhand,Garrage

Moumita

সাইকেল থেকে ট্রাক, সবই জলভাত, মহিলা হয়েও গাড়ি মেরামতির কাজে তুখোড় কমলা নেগি, জানুন তার কাহিনী

আমাদের সমাজব্যবস্থায় এমন অনেক কাজ আছে যেগুলো নারী ও পুরুষদের মধ্যে বিভক্ত। এই যেমন, সাইকেল বা মোটরসাইকেল গ্যারাজের (Garrage) নাম শুনলেই আপনার মনে এমন একজন মানুষের ভাবমূর্তি ভেসে উঠবে, যিনি রাস্তার ধারে টায়ারের বাতাস ভর্তি করে পাংচার ঠিক করছেন। তবে এই ধারণা বদলে দিয়েছেন কমলা নেগি (Kamala Negi)।

   

সমাজের চিরাচরিত প্রথা ভেঙে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তরাখণ্ডের নৈনিতালের এই বাসিন্দা। দীর্ঘ ১৯ বছর ধরে একটি গ্যারাজ চালাচ্ছেন তিনি। বছর ৫৩ এর এই মহিলাকে মানুষ এখন আয়রন লেডি বলেও চেনে। তাহলে চলুন জেনে নিই কমলা নেগির জীবনকাহিনী।

নৈনিতালের রামগড় ব্লকের বাসিন্দা হলেন কমলা নেগি‌। সাইকেলের টায়ার থেকে শুরু করে বড়ো বড়ো ট্রাক ও অন্যান্য যানবাহনের পাংচার টায়ার তার কাছে জলভাত। শুধু তাই নয়, রামগড়-মুক্তেশ্বর রোডের দোকানে বাইক ও গাড়ির সার্ভিসিংয়ের কাজও করেন কমলা নেগি।

কমলা নেগি,উত্তরাখণ্ড,গ্যারাজ,Kamala Negi,Uttarakhand,Garrage

আজ থেকে প্রায় ১৯ বছর আগে ২০০৪ সালের দিকে একটি ছোট্ট গ্যারেজ খোলেন কমলা। সেই সময় আশেপাশের মানুষদের থেকে বহু কটাক্ষই তিনি শুনেছেন। যদিও কমলা কখনোই সেসবে পাত্তা দেননি। আর ফলস্বরূপ তার দোকান আজ বিখ্যাত।

কমলা নেগি,উত্তরাখণ্ড,গ্যারাজ,Kamala Negi,Uttarakhand,Garrage

প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহের ৭ দিনই খোলা থাকে এই দোকান। তিনি এই কাজে এতটাই দক্ষ যে, মানুষ তাকে টায়ার ডাক্তার বলেও ডেকে থাকেন। তাছাড়া, আশেপাশের ২৫ কিলোমিটারের মধ্যে আর কোনো দোকান না থাকায় ভিড়ও ভালোই থাকে এখানে।

কমলা নেগি,উত্তরাখণ্ড,গ্যারাজ,Kamala Negi,Uttarakhand,Garrage

জেনে অবাক হবেন যে, কমলা কেবল এই দোকান চালিয়েই থেমে নেই। পাশাপাশি একটি সংস্থার সাথেও যুক্ত যেটি কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের জন্য কাজ করে। এবং তার বীরপুত্র আজ ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত। তিনি দেশ সেবার কাজে ব্রতী হয়েছেন।