Meyebela

Moumita

‘মেয়েবেলা’য় বাস্তব চিত্র, রং খেলার অছিলায় ৭ বছরের শিশুকে নির্যাতন, প্রকাশ্যে টিকলির খারাপ অতীত

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন নতুন ধারাবাহিকের (Bengali Serial) আনাগোনা। আর একঝাঁক নতুন সিরিয়াল গুলির মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। একান্নবর্তী পরিবারের বৌদের সমীকরণই হল এই সিরিয়ালের মূল ইউএসপি।

   

এক ছাদের তলায় থাকতে থাকতে মেয়েরা কীভাবে মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পই ফুটে উঠেছে ‘মেয়েবেলা’তে। পাশাপাশি নজর কেড়েছে এই সিরিয়ালের কাস্টিং এবং প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয়। যার ফল দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। দিন দিন বেড়েই চলেছে টিআরপি।

বিশেষ করে দাপুটে অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) অভিনয়ে মুগ্ধ হয়েছে সকলেই। এদিকে ডোডো অর্থাৎ নির্ঝরের চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। এদিকে নায়িকার চরিত্রে অর্থাৎ মৌ এবং চাঁদনী (Mou-Chandni) রূপে দেখা যাচ্ছে স্বীকৃতি মজুমদার এবং দেবপর্ণা চক্রবর্তীকে।

প্রত্যেকের সাবলীল অভিনয় গুনে অল্পদিনেই জনপ্রিয়তা কুড়িয়েছে সিরিয়ালটি। যাইহোক, সম্প্রতি গল্পে একটা নতুন বিষয় সামনে এসেছে। আর সেটা হল দোল নিয়ে টিকলির ভয়। ২০ বছর আগে টিকলির সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য সারাক্ষণ সে একটা আতঙ্কের মধ্যে থাকে। রঙ দেখলেই প্রচন্ড ভয় পেয়ে যায় টিকলি।

খুব সম্ভবত সেই ঘটনা ঘটেছিল দোলের দিনই। আর এবার প্রকাশ্যে এল সেই ঘটনাই। জানা গেছে, সেই সময় টিকলির বয়স ছিল মাত্র ৭ বছর। সেই সময় মিত্র বাড়ির বড় জামাই অর্থাৎ ডোডোর বড় পিসেমশাই টিকলির সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ টিকলি আসলে শিশু নির্যাতনের ভিক্টিম। আর এটাই টিকলির এই ট্রমার নেপথ্য কারণ।