লকডাউন হোক বা কোনও রাজনৈতিক ঘটনা। আগামী দিনে অযোধ্যার বিতর্কিত জমিতে যে রাম মন্দির তৈরি হবে তা এক প্রকার ধরেই নিয়েছেন দেশবাসী। সেই কথা ভেবে অনুদানও নাকি তৈরি রয়েছে বলে জানানো হয়েছে একেবারে আমেরিকার পক্ষ থেকে। “গোটা বিশ্বে মোট ৩২ মিলিয়ন এনআরআই (Non Resident Indian) এবং পিআইও (People of Indian Origin) রয়েছেন। যাদের একটা বড় অংশ রাম মন্দির নির্মাণের জন্য অনুদান করতে তৈরি”, বলেছেন ভারত-আমেরিকান সমাজকর্মী প্রেম ভাণ্ডারী।