mimi and tota first time do a web series soon

Papiya Paul

প্রথমবার ওয়েব সিরিজে ডেবিউ করছেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী, বিপরীতে থাকবেন টোটা!

নিউজশর্ট ডেস্কঃ যত দিন এগোচ্ছে ততই অগ্রগতি হচ্ছে সিনেমা(Cinema) জগতের। এখন আর নায়ক-নায়িকারা শুধুমাত্র বড়পর্দায় ছবি মুক্তির অপেক্ষায় থেমে থাকেন না। টলিউড(Tollywood) কিংবা বলিউড(Bollywood) সব ক্ষেত্রেই ওয়েব সিরিজের নাম লিখিয়েছেন জনপ্রিয় তারকারা। আর এবার ওয়েব সিরিজে নাম লেখাতে চলেছেন আরো এক টলিউডের অভিনেত্রী। ইতিমধ্যে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, ওয়েব সিরিজে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)।

   

অভিনেত্রীর কাছে একটি বড় ওয়েব প্ল্যাটফর্ম থেকে প্রস্তাব যাওয়ার সাথে সাথেই তিনি সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলেও জানা গিয়েছে। এই সিরিজে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে(Tota Roy Chowdhury)। নতুন ওয়েব সিরিজে আরেকটি নতুন জুটি পেতে চলেছেন বাংলার দর্শকেরা। প্রথমবার একসঙ্গে নায়ক-নায়িকা হিসেবে কাজ করবেন মিমি এবং টোটা। এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্ব রয়েছেন পরিচালক চন্দ্রাশিস রয়।

সূত্রের খবর, ‘হইচই’ প্লাটফর্মে এই ওয়েব সিরিজ দেখা যাবে। যদিও এই ওয়েব সিরিজ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কেউ। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এইজন্যেই ওয়েব সিরিজের বিষয়বস্তু থেকে নাম কিছুই জানা যায়নি। প্রসঙ্গত, এ মুহূর্তে বেশ কিছু সিনেমার কাজ হাতে রয়েছে মিমির। চলতি বছরে পুজোর সময় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তার ছবি ‘রক্তবীজ’। ‘শেষ খেলা যখন’ সিনেমায় দেখা গিয়েছিল মিমিকে। যদিও সেটি বক্স অফিসে সাফল্য লাভ করেনি।

অন্যদিকে আগামী ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে টোটা রায়চৌধুরীর আরেকটি ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। স্বস্তিকার সঙ্গে অভিনয় করবেন তিনি। বলিউডে ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ ছবিতে টোটার অভিনয় থেকে নাচ দুটোই প্রশংসিত হয়েছে দর্শক মহলে।