Mishka

anita

Mishka: কোনো হিংসা নয়, বন্ধু মিশকার প্রথম ছবির সাফল্যে উচ্ছসিত সন্ধ্যা ‘অন্বেষা’!

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়িকা হলে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) মিশকা (Mishka)। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত (Ahona Dutta)। সিরিয়ালে তার গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে গালাগালি দিতেও দু’বার ভাবেন না দর্শক। তবে সিরিয়ালে মিশকার অভিনয় দেখে দর্শকদের যতই রাগ হোক না কেন বাস্তব জীবনে এই সুন্দরী অভিনেত্রীকে দারুণ পছন্দ করেন দর্শক।

   

প্রসঙ্গত অনুরাগের ছোঁয়াই মিশকা অভিনেত্রী অহনার প্রথম বাংলা সিরিয়াল । আর এই একটা সিরিয়ালে অভিনয় করেই এখন বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। তবে এবার বাংলা সিরিয়ালের গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন অহনা। তাও যে সে বাংলা সিনেমা নয়। প্রথম ছবিতেই অহনা সুযোগ পেয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হিরোইন হওয়ার। শুধু তাই নয় তিন চক্রবর্তীর এই সিনেমায় অহনা অভিনয় করার সুযোগ পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সাথে।

জানা আছে এসভিএফ’র ব্যানারে রাজ চক্রবর্তীর এই আসন্ন সিনেমায় থাকছেন শুভশ্রী গাঙ্গুলী এবং ঋত্বিক চক্রবর্তী। অহনা হয়েছেন ঋত্বিক চক্রবর্তীর নায়িকা। প্রথম সিনেমাতেই এত বড় মাপের সব অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল অহনার?

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Villain,খলনায়িকা,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,সিনেমা,Cinema,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সম্প্রতি এই বিষয়েই হিন্দুস্তান টাইমস বাংলার সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘আমার ভাবনার বাইরে ছিল। এক তো আমার সিরিয়ালের কাজ চলছে। সেই সময়ে এরকম একটা অফার। রাজ চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী… এই দুই চক্রবর্তীর নাম শুনেই আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর সঙ্গে হবে, আমি ভাবতে পারিনি। সবাই তো রাজ চক্রবর্তীর হিরোইন হতে চায়, আমি যে সুযোগ পেয়েছি ওঁর সঙ্গে কাজ করার সেটাই আমার কাছে বড় পাওনা।’

আরও পড়ুন: শ্রীময়ী অতীত! অনিন্দ্যদা’কে সঙ্গে নিয়েই নতুন রূপে ফিরছেন জুন আন্টি

এছাড়া এদিন নিজের এই নতুন স্বপ্ন পূরণের কথা অহনা নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আনন্দবাজারের সাথে দেওয়া একটি সাক্ষাৎকারের ছবি শেয়ার করেছিলেন অহনা। আর অহনার এই সাফল্যে দারুন উচ্ছ্বসিত বাংলা সিরিয়ালের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী । তিনি হলেন স্টার জলসার সন্ধ্যাতারা সিরিয়ালের প্রধান নায়িকা সন্ধ্যা অভিনেত্রী অন্বেষা হাজরা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Villain,খলনায়িকা,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,সিনেমা,Cinema,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

অহনার এই সাফল্যের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্বেষা লিখেছেন ‘কংগ্রাচুলেশন অহনা। তোরা আমার মতোন আরো অনেক মেয়ে কে ভালো কাজ করার স্বপ্ন দেখাস । ভালো লাগে যখন দেখি নিজের পরিচিত কেউ ভালো কাজ করছে…. সেটা তুই, ইধিকা, অঙ্গনা, দেবচন্দ্রিমা যেই হোস না কেন । তোরা আমাদের ইন্সপায়ার করিস। খুব ভালো হোক।’