mithai serial dhara actress Arkoja Acharya has a secret talent know it:

Papiya Paul

অভিনয়ের পাশাপাশি তুখোড় লেখাতেও, বাংলার সুপারহিট এই সিরিয়ালগুলোর স্ক্রিপ্ট লিখেছেন ‘ধারা’ অর্কজা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Mega Serial) এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা আছেন যারা অভিনয়ের জন্য মোটা মাইনের চাকরি ছেড়েছেন। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রমের পর আজ প্রতিষ্ঠিত হয়েছেন। অনেকে মনে করে কোথাও কোন কাজ না জুটলে তখনই অভিনয়টাকে নিজের পেশা হিসেবে বেছে নিচ্ছেন। কিন্তু এই ধারণা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

   

অনেক তারকা রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি অন্যান্য পেশাতেও যথেষ্ট পারদর্শী। মাল্টি ট্যালেন্টেড এই শব্দটা তাদের জন্য উপযুক্ত। অভিনয়ের পাশাপাশি কেউ দুর্দান্ত নাচ করতে পারেন, কেউ আবার পড়াশোনাতে তুখোড়, কেউ গান গাইতে ভালবাসেন। বাংলা সিরিয়ালের এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্কজা আচার্য(Arkoja Acharya)

তিনি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কম লড়াই করতে হয়নি তাকে। কলকাতার স্টুডিও পাড়ার মেয়ে হলেও অডিশন দিতে গিয়ে বার বার প্রত্যাখ্যান হতে হয়েছে নায়িকাকে। তিনি দেখতে সুন্দর না এমন অপমান জুটেছিল তার ভাগ্যে। বারবার রিজেকশন জুটে অবশেষে যখন তিনি তার স্বপ্ন পূরণ না করে শিক্ষিকা হওয়ার জন্য লড়াই চালাচ্ছিলেন তখনই তার কাছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের প্রস্তাব এসেছিল।

তবে এই অভিনয় ছাড়াও তার জীবনে আরেকটি অন্যতম প্রতিভা রয়েছে। কি সেই প্রতিভা? তিনি একসময় সৌরভ সেনগুপ্তকে অ্যাসিস্ট করতেন, স্টার জলসার’ কে আপন কে পর’ সিরিয়ালের স্ক্রিপ্ট তিনিই লিখেছেন। ‘বিজয়িনী’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকের স্ক্রিপ্ট তো তার হাতেই তৈরি। এখন স্টার জলসা বা জি বাংলার পর্দায় তাকে দেখতে পাওয়া না গেলেও আকাশ আটে ‘সাহিত্যের সেরা সময়ে’র ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।