Mithai

Additiya

অন্তিম লগ্নে ‘মিঠাই’, হয়ে গেল শেষ শুটিংয়ের ঘোষণা, দিনক্ষণ নিজেই জানালেন সৌমিতৃষা

বাংলা বিনোদন (Bengali Serial) জগতে এখন নতুন নতুন সিরিয়ালের মেলা। আর নতুনদের জায়গা দিতেই সরে যেতে হচ্ছে পুরনোদের। দীর্ঘ আড়াই বছর পথ চলার পর অবশেষে শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। যদিও আগে শোনা যাচ্ছিল জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শ্যুটিং। তবে এবার বড়সড় ঘোষণা করলেন ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisa Kundu)।

   

বিগত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটল। পাকাপাকিভাবে পথ চলা শেষ হচ্ছে ‘মিঠাই’- এর। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দুঃসংবাদ দিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা। জানিয়ে দিয়েছেন শ্যুটিং – এর অন্তিম লগ্ন। চলতি মাসের ৩১ তারিখ শেষ দিনের শ্যুটিং ‘ মিঠাই’ এর।

বর্তমানে টিআরপি তালিকা থেকে একেবারে ছিটকে পড়েছে জনপ্রিয় এই মেগা। তাই না চাইতেও বিদায় জানাতে হচ্ছে মিঠাইরানীকে। শুক্রবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করেন অভিনেত্রী সৌমিতৃষা। লেখেন, ‘৩১ তারিখ সিরিয়ালের শেষ শ্যুটিং’। আর এরপর থেকেই নানান প্রশ্ন জাগে অভিনেত্রীর ভক্তদের মনে।

আসলে বর্তমানে ছুটিতে রয়েছেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণেই আপাতত রেস্টে আছেন তিনি। তাহলে কি সিরিয়ালের শেষে দেখা যাবে না জনপ্রিয় এই অভিনেত্রীকে? এই প্রশ্নই তুলেছিলেন অনেকে। যদিও জবাব দিয়েছেন খোদ অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগামী ৩০ এবং ৩১ তারিখ আমি শ্যুটিং করব। এই ধারাবাহিককে এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন’। তাঁর এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখলেন, ‘তোমাকে ছাড়া ভালো লাগছে না’। কেউ আবার লিখলেন, ‘শুরু যখন হয়েছে শেষ হবেই। তবে তোমাকে ভীষণ মিস করবো’।

২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই মেগা। দীর্ঘ কয়েক মাস একটানা বেঙ্গল টপার হওয়ার রেকর্ড গড়েছিল এই সিরিয়াল। পর্দায় মিঠাইরানীর ধারে কাছে ঘেষতে সাহস পেত না কোন ধারাবাহিক। তবে অবশেষে আড়াই বছরের জার্নিতে পড়তে চলেছে ফুলস্টপ। শেষ হচ্ছে মিঠাইয়ের পথ চলা।