Mithun Chakraborty

Moumita

দুই ‘মহানায়ক’ ফেল! টলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরষ্কার জিতলেন এই দুই তারকা

একদিকে আমেরিকায় চলছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব অস্কার, অন্যদিকে বাংলায় অনুষ্ঠিত হচ্ছে ‘ফিল্মফেয়ার বাংলা’। গোটা বিশ্বের নামী পুরস্কার যেমন অস্কার তেমনই ভারতীয় সিনে দুনিয়ার অত্যন্ত সম্মানীয় একটি পুরস্কার হল ‘ফিল্মফেয়ার’।

   

ভারতীয় তারকারা প্রত্যেকেই তাদের কেরিয়ারে অন্তত একবার হলেও ফিল্মফেয়ার জিততে চায়। কারো স্বপ্ন পূরণ হয় তো কারো স্বপ্ন অধরাই থেকে যায়। শিল্পী থেকে শুরু করে অনুরাগী প্রত্যেকেই উত্তেজিত হয়ে থাকে এই অনুষ্ঠান নিয়ে। চলতি বছর কোন তারকারা বাজিমাত করলেন এই অনুষ্ঠানে।

প্রসঙ্গত, এই বছর ফিল্মফেয়ার (Bengali Filmfare) অনুষ্ঠানে ছিল একাধিক চমক। এই যেমন, সকলকে হারিয়ে বাজিমাত করেছে ‘দোস্তজী’ এবং ‘বল্লভপুরের রূপকথা’। ওদিকে টলি পাড়ার সমস্ত উঠতি তারকাদের হারিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাহলে সেরা অভিনেত্রীর (Best Actress) পুরস্কার কার হাতে উঠল?

জেনে অবাক হবেন যে, এই বছর শুভশ্রী কোয়েল মিমিদের টেক্কা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ‘শ্রীমতী’ ছবির সৌজন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা) এবং সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর (প্রজাপতি)।

ওদিকে ক্রিটিকস চয়েস অনুযায়ী সেরা ছবির খেতাব গেছে ‘অভিযান’ এবং ‘আ হোলি কনস্পিরেসি’র ঝুলিতে। সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে ক্রিটিকরা বেছে নিয়েছেন যীশু সেনগুপ্ত (অভিযান), গার্গী রায়চৌধুরী (মহানন্দা) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (বৌদি ক্যান্টিন)।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ফিল্মফেয়ার,স্বস্তিকা মুখোপাধ্যায়,সেরা অভিনেত্রী,Tollywood,Entertainment,Gossip,Bengali Filmfare,Swastika Mukherjee,Best Actress

এছাড়া সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘ঝিল্লি’ ছবির নির্দেশক ঈশান ঘোষ এবং ‘প্রিয় চিনার পাতাঃ আইটিআই সেগুন’এর নির্মাতা কুমার চৌধুরী। এদিকে সঙ্গীত বিভাগে সেরা গায়ক এবং গায়িকার পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশাগুপ্তের মতো তারকারা।