টলিউড,বিনোদন,গসিপ,মিঠুন চক্রবর্তী,প্রজাপতি,পুরস্কার,Tollywood,Entertainment,Gossip,Mithun Chakraborty,Prajapoti,Award

Moumita

সব বিতর্ক ছাড়িয়ে ‘প্রজাপতি’র ঝুলিতে নতুন রেকর্ড, সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন মিঠুন চক্রবর্তী

এইমুহুর্তে বাংলার গণ্ডি পার করে গোটা দেশের আকাশে উড়ছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’। গত বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর তারপর থেকেই আলোচনায় রয়েছে ছবির দুই মূখ্য অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একদিকে বক্স অফিসে ঝোড়ো ব‍্যাটিং, অন‍্যদিকে তুখোড় অভিনয়ের জন‍্য সম্মান।

   

বক্স অফিসে দূর্দান্ত সাফল্য পেয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি। বহু রাজনৈতিক ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সাফল্য মিলেছে। পাশাপাশি বিশেষ পুরষ্কারে ভূষিত করা হল বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হলেন ‘মহাগুরু’ মিঠুন।

সিনেমা দেখতে এসে দর্শকদের একটাই বক্তব্য–অনবদ্য হয়েছে সিনেমাটি। তুখোড় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীও। পাশাপাশি অভিনয়গুণে মন জিতেছেন দেব-ও। আর এইদিন তার হয়ে পুরষ্কার গ্রহণ করেন মিঠুনের অনস্ক্রিন ছেলে দেব। টনিকের পর আবারও একবার তান্ডব চালিয়েছে অভিজিৎ সেনের সাথে দেবের জুটি।

টলিউড,বিনোদন,গসিপ,মিঠুন চক্রবর্তী,প্রজাপতি,পুরস্কার,Tollywood,Entertainment,Gossip,Mithun Chakraborty,Prajapoti,Award

১ লা জানুয়ারি প্রজাপতি হাউজফুল গিয়েছে গোটা দেশের বিভিন্ন রাজ‍্যের অধিকাংশ প্রেক্ষাগৃহে। একদিনেই ব‍্যবসা ছাপিয়ে গিয়েছে ১ কোটি টাকার বেশি। ছবি দ্বিতীয় সপ্তাহে পড়তে আরো বেড়েছে লাভের অঙ্ক। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবির আয় ছিল ২.১৭ কোটি টাকা। এদিকে দ্বিতীয় সপ্তাহে সেটা পৌঁছেছে ২.৮৫ কোটি টাকায়। বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বানিয়েছে ছবিটি।

প্রসঙ্গত উল্লেখ্য, WFJ-2023 এর সেরা অভিনেতা পপুলার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ‘কাকাবাবুর প্রত‍্যাবর্তন’ এর প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর জন‍্য আবির চট্টোপাধ‍্যায়। ‘রাবণ’ এর জন‍্য জিৎ এবং ‘কিশমিশ’ এর জন‍্য দেব। যদিও সবাইকে ছাপিয়ে গেছে মিঠুন। তাছাড়া সেরা ছবি পপুলার বিভাগে পুরস্কৃত হয়েছে এই ছবি। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন দেব।

পাশাপাশি ছবির অপর এক তারকা খরাজ মুখোপাধ‍্যায় পেয়েছেন সেরা কমিক অভিনেতার পুরস্কার। এইদিন পুরষ্কার নেওয়ার জন্য মিঠুন উপস্থিত ছিলেন না যদিও। তার হয়ে দেব পুরস্কারটি গ্রহণ করেন। মঞ্চে উঠে দেব বলেন, ‘অন‍্যান‍্য বিভাগে পুরস্কৃতদের নিয়ে সংশয় যদি থাকেও এই বিভাগের জন‍্য কোনো রকম সংশয় নেই।’