টলিউড,বিনোদন,আসন্ন ছবি,প্রজাপতি,মিঠুন চক্রবর্তী,মমতা শঙ্কর,দেব,Tollywood,Entertainment,Upcoming Movie,Prajapati,Mithun Chakraborty,Mamata Shankar,Dev

Moumita

‘মমতা খুবই প্রতিভাবান অভিনেত্রী’, মমতা শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ ‘ডিস্কো ডান্সার’ খ্যাত মিঠুন চক্রবর্তী

টলি-বলি দুই জায়গাতেই রাজত্ব কায়েম করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। মিঠুন চক্রবর্তী মানেই পুরো প্যাকেজ। অ্যাকশন-রোমান্স-কমেডি কোনটা ছেড়ে কোনটার কথা বলি। সমস্ত চরিত্রই যেন তার কাছে জলভাত। ফুটপাত থেকে উঠে গিয়ে এরকম সাম্রাজ্য বিস্তার খুব কম জনই করতে পেরেছেন। কিছুদিন আগেই ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’এ তার অনবদ্য অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলো। এছাড়াও তার সাম্প্রতিক ছবি ‘কাশ্মীর ফাইলস’এ তার দূর্দান্ত অভিনয় যেন প্রাণ প্রতিষ্ঠা করেছে ছবিটিতে।

   

তবে মাঝখানে তার অসুস্থতার খবর এলেও, সম্প্রতি শোনা যাচ্ছে খুব শীঘ্রই টলিউডে ফিরতে চলেছেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী। কানা ঘুষো খবর আসছে, অতনু রায়চৌধুরী পরিচালিত ‘প্রজাপতি’ ছবির হাত ধরে টলিউডে দ্বিরাগমণ করতে চলেছেন তিনি। জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেব, মমতা শঙ্করের মতো বিশিষ্ট তারকাদের। সম্প্রতি এই ছবির সূত্র ধরেই মিডিয়া পৌঁছে গেছিলো এই বর্ষিয়ান অভিনেতার দরবারে। ইন্ডাস্ট্রি সম্পর্কিত সমস্ত প্রশ্নের নিজের মতো করে উত্তর দিলেন তিনি।

দীর্ঘ কেরিয়ারে ৩৭০ টিরও বেশি ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন তিনি, এই মুহূর্তে ঠিক কোন ধরণের ছবিতে অভিনয় করতে চান তিনি? উত্তরে মিঠুন জানান, ছবি যেমনই হোক, তার কাছে ছবির চিত্রনাট্য এবং গল্প তার কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘ চার বছর পর টলিউডের ঘরে পা রাখছেন তিনি, কতটা কী বদল হয়েছে এই জগতটা? এই প্রসঙ্গে মিঠুনের সাফ উত্তর, ইন্ডাস্ট্রি বিশেষ কিছু বদলায়নি, তবে বদলে গিয়েছে বাংলা চলচ্চিত্রের গল্প।

টলিউড,বিনোদন,আসন্ন ছবি,প্রজাপতি,মিঠুন চক্রবর্তী,মমতা শঙ্কর,দেব,Tollywood,Entertainment,Upcoming Movie,Prajapati,Mithun Chakraborty,Mamata Shankar,Dev

 

কথাপ্রসঙ্গে উঠে আসে তার আসন্ন ছবি ‘প্রজাপতি’র কথা। ছবিতে তার ছেলের ভূমিকায় অভিনয় করছেন টলি তারকা দেব। ছবি প্রসঙ্গে মিঠুন জানান, মূলত বাবা-ছেলের গল্পের উত্থান পতনকে ঘিরেই এই কাহিনী। কঠোর বাবার দুষ্টু ছেলের কাহিনী ‘প্রজাপতি’। ছবিকে রঙীন করে তুলতে দেখানো হবে দেবের একটি প্রেম-কাহিনীও। এর বেশি গল্পের ভাঁজ ভাঙতে রাজি নন ‘কাশ্মীর ফাইলস’ খ্যাত এই অভিনেতা।

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মমতা শঙ্কর। অভিনেত্রীর প্রসঙ্গে মিঠুন জানান, মমতা এবং তিনি ভীষণ ভালো বন্ধু। আর মমতার অভিনয় সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই তাঁর। এইদিন টলিউড প্রসঙ্গে মিঠুন বলেন, আজকের দিনের এই ইন্ডাস্ট্রি বনাম ইন্ডাস্ট্রির লড়াইয়ে টলিউড যদি সত্যিই টিকে থাকতে চায় তাহলে তাদের বড়ো মাপের ছবি তৈরি করতে হবে। আর সেটা না করে যদি নিজেদের মধ্যেই লড়াই করতে ব্যস্ত থাকে তাহলে অচিরেই হারিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রির চিহ্ন। পাশাপাশি আরও জানা গেলো যে, এবার খুব শীঘ্রই পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে চান তিনি।