mithun chakrabortys mother used to send money every month for surviving in bombay

Papiya Paul

গয়না বন্ধক রেখে ছেলেকে টাকা পাঠাতেন মিঠুনের মা! সদ্য মৃত মায়ের স্মৃতি আঁকড়ে আবেগিত মিঠুন

নিউজশর্ট ডেস্কঃ বলিউড(Bollywood)-টলিউড(Tollywood) দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা। একদিকে যেমন বাংলার অন্যতম সেরা সুপারস্টার ঠিক তেমনি  তিনি বলিউডের সুপারস্টারও বটে। ‘মৃগয়া’ দিয়ে তার যেমন অভিনয় জীবনে যাত্রা শুরু, তেমনি ‘ডিস্কো ড্যান্সার’ ছবির দ্বারা প্রথম বলিউডে ১০০ কোটি বক্স অফিস কালেকশন তুলেছিলেন তিনি।

   

এখানে কথা হচ্ছে তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)নিয়ে। এই ডিস্কো ড্যান্সার ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। যদিও তার কেরিয়ারে নাকি ফ্লপ ছবির সংখ্যা ১৮০ টির কাছাকাছি। সে যাই হোক অভিনেতা হিসেবে তিনি যা খ্যাতি, যশ, সম্মান অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তবে শুধু সাফল্য নয়, জীবনে অনেক ঘাত-প্রতিঘাতও রয়েছে।

তিনি কিভাবে বোম্বেতে এলেন, কোথায় থাকতেন, কিভাবে দিন কাটাতেন এই সম্পর্কে জানেন আপনি! কিছুদিন আগেই নিজের মাকে হারিয়েছেন অভিনেতা। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে নিজের মাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মিঠুন। তার জীবনের সাফল্যের পেছনে তার মায়ের অবদান সম্পর্কে জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, তার মা তাকে প্রতি মাসে ১৫০ টাকা করে পাঠাতেন।

নিজের যা সম্বল ছিল, এমনকি গয়না বন্ধক রেখে ছেলেকে সাহায্য করেছিলেন। ওই টাকার উপর নির্ভর করে জীবন চালাতে হয়েছে মিঠুনকে। ১৫০ টাকার মধ্যে থেকে ৭৫ টাকা দিতে হতো পেইন গেস্টের ভাড়া হিসাবে। বাকি ৭৫ টাকা দিয়ে সারা মাস চালাতে গিয়ে বহুদিন না খেয়েও কাটিয়েছেন মিঠুন। হয়তো জীবনে এত কষ্ট সহ্য করেছিলেন বলে আজ সেরা অভিনেতার শিরোপা জুটেছে তার কপালে।