বৈশাখেই বজ্রপাত! ফের রিচার্জের দাম বাড়ানোর পথে Jio-Airte-Vi

Mobile Recharge Price Hike

বৈশাখেই বজ্রপাত! ফের রিচার্জের দাম বাড়ানোর পথে Jio-Airte-Vi

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছর জুলাই মাসে একধাক্কায় অনেকটাই বেড়েছিল মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge)। যার জেরে মোবাইল ব্যবহারকারীরা তীব্র প্রতিবাদে নেমেছিলেন। এমনকি অনেকেই Jio, Airtel, Vi এর কানেকশন ছেড়ে কম খরচের জন্য BSNL এ পোর্ট করিয়ে নিয়েছিলেন। তবে এবার জানা যাচ্ছে ফের একবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম।

আবারও বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকে এবার সকলের হাতেই স্মার্টফোন রয়েছে। কেউ ফোরজি তো কেউ 5G ব্যবহার করছেন। যদিও অনেক টেলিকম কোম্পানিই ফ্রীতে আনলিমিটেড 5G অফার করছে, তবে 4G ব্যবহারের ক্ষেত্রে সকলকেই কম বেশি মাসে ২০০ টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে। কিন্তু এবার জানা যাচ্ছে, এই খরচ আরও বাড়বে, কারণ এবছরেই ফের একবার রিচার্জের দাম বাড়াতে চলেছে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি।

কেন বাড়তে পারে রিচার্জের দাম?

রিপোর্ট বলছে রিচার্জের দাম বৃদ্ধি আসলে একটা লং টার্ম প্ল্যানের অংশ। আগামী ২০২৭ সাল পর্যন্ত এর ধারা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন আবারও দাম বাড়ানো হচ্ছে? এর উত্তরে জানা যাচ্ছে, 5G পরিষেবা দেওয়ার জন্য টেলিকম কোম্পানিগুলিকে অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। তাছাড়া সময়ের সাথে যত 5G ব্যবহারকারীর সংখ্যা বাড়বে নেটওয়ার্কের আপগ্রেডেশনের জন্য খরচও ততই বাড়বে। তাই উন্নত মানের পরিষেবা বজায় রাখার জন্য দাম বাড়ানো আবশ্যক। যদিও এতে গ্রাহকদের পকেটে যে টান পড়বে সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুনঃ কত দাম ছিল ভারতের প্রথম ট্রেনের টিকিটের দাম? ফার্স্ট ক্লাসের ভাড়া শুনলে চমকে যাবেন!

আগেই জানানো হয়েছে, বর্তমানে প্রতিমাসে নূন্যতম ২০০ টাকা খরচ করতেই হয় স্মার্টফোন চালানোর জন্য। তবে আসন্ন নভেম্বর কিংবা ডিসেম্বর মাস থেকেই আরও কিছুটা দাম বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও কত শতাংশ বৃদ্ধি হতে পারে সে নিয়ে এখনই কোনো ইঙ্গিত মেলেনি। তবে আশা করা হচ্ছে আগামী দিনে কতটা বাড়তে পারে রিচার্জের দাম তার আভাস পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥