PPF

Papiya Paul

PPF: মিলবে ব্যাপক সুদ, মোটা টাকা রিটার্ন, মোদী সরকারের এই স্কিমে পাবেন কর ছাড়ের সুবিধাও

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পছন্দ করেন। তেমনি বহু মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। সরকারি প্রকল্পে নিরাপদে বিনিয়োগ করা যায়। আবার অনেক ক্ষেত্রে ট্যাক্স ছাড়ের সুবিধাও রয়েছে।

   

২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে জন্য ট্যাক্স সেভিংস করতে চাইলে হাতে অল্প কয়দিন সময় আছে। নিরাপদে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এ বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে(PPF) ৭.১% করে সুদ দেওয়া হচ্ছে।

এই একাউন্টের সাতটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। যে কোন ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এটি যেহেতু কেন্দ্রীয় সরকার সমর্থিত প্রকল্প। তাই এখানে সুদ সরকার নির্ধারণ করে এবং এখানের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে। এর পাশাপাশি এখানে ট্যাক্সের সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পের বিপরীতে ঋণের সুবিধাও রয়েছে।

Investment

আরও পড়ুন: Bank Account: কতদিন পর্যন্ত লেনদেন না হলে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ EEE ক্যাটাগরিতে আসে। এই স্কিমে বিনিয়োগে কর ছাড় আসে। এছাড়া এই প্রকল্পে ম্যাচুরিটির পর যে রিটার্ন আসে সেখানেও কোন কর দিতে হয় না। এই প্রকল্পের বিপরীতে ঋণ নিতে পারেন গ্রাহকেরা। তবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার এক বছর পর এই সুবিধা পাওয়া যায়।

তবে লোন নেওয়ার ক্ষেত্রে পিপিএফ-এর চেয়ে এক শতাংশ অধিক হারে সুদ দিতে হয়। এই প্রকল্পের সুদ দুটো মাসে কিস্তিতে বা একসঙ্গে পরিশোধ করা যায়। এই স্কিমের মেয়াদ হলো ১৫ বছর। তবে পাঁচ বছর মেয়াদে দুই বার মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।