সোশ্যাল মিডিয়ার হট সেনসেশনাল মনামী ঘোষ (Monami Ghosh)। তার ছবি বা ভিডিও নিমিষে ভাইরাল হয়ে যায়। বছর ৪০ এর এই নায়িকার ইনস্টাগ্রামের (Instagram) আনাচেকানাচে নজর রাখলেই ধরা পড়বে গ্ল্যামারস ছবি বা ভিডিও। সম্প্রতি এমনই এক ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই।
প্রসঙ্গত, এর আগে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সিলভার কালারের মেটালের পোশাক পরে চরম বিতর্কের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। ট্রোল থেকে শুরু করে মিমস, সবে মিলিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছিল কটাক্ষবাণীতে। সেই সময় পাত্তা না দিলেও সম্প্রতি আরো একবার নেটিজেনদের রোষানলে চলে এসেছেন মনামী।
সম্প্রতি মনামী তার ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, হালকা গোলাপী আর পিচ রঙের একটি পোশাক পরেছেন তিনি। মাথায় চুড়ো করে বাঁধা চুলের ঢেউ। সাদা আর পিচ রঙের পুঁতির ভারী নেকলেস ঢেকে রেখেছে বক্ষ বিভাজিকা। তারও কিছুটা নীচ থেকে শুরু হয়েছে মনামীর পোশাক।
উন্মুক্ত পিঠ এবং বাঁ দিকে স্তনের নীচের অংশ থেকে কিছুটা কেটে শুরু হয়েছে নিম্নাঙ্গের আবরণ। পায়ে পরেছেন বেইজ রঙের হাই হিল। সাথে কাজল কালো চোখকে আরো গভীর করে তুলেছে গাঢ় কাজল। ঠোঁটে গোলাপী রঙের ছোঁয়া। সব মিলিয়ে পিচ সাজে মনামীর জৌলুস ছিল আলাদাই।
সূত্রের খবর, মনামীর এই সাজ ছিল কোনো অনুষ্ঠানের জন্য। আর সেখানের কিছু ছবি ভিডিও তিনি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। পোস্টের নিচে অনুরাগীদের কমেন্টও রয়েছে প্রচুর। কেউ লিখেছেন, “পিচ কুমারী”, আবার কেউ মন্তব্য করছেন, “যত বয়স বাড়ছে, জেল্লা যেন ফেটে পড়ছে!”
https://www.instagram.com/reel/CqF29aPpUHR/?utm_source=ig_web_copy_link
পাশাপাশি কটাক্ষও যে জোটেনি এমনটা কিন্তু নয়। খোলামেলা পোশাকে মনামীকে জনৈক কটাক্ষ, “উরফির মতো সবাই এ বার খুলে বেরোবে রাস্তায়। আর ক’টা দিন!” তো অপর একজন ইউজার লিখেছেন, “কাজের বেলায় কিছু না, হাবেভাবে যেন দীপিকা পাড়ুকোন!”