Srijla Guha

anita

Srijla Guha: ঋষি সেন অতীত! স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে ফিরছেন ‘মনফাগুন’ অভিনেত্রী সৃজলা

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত সুন্দরী একজন অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’-র (Monphagun) প্রধান নায়িকা পিহুর চরিত্রে অভিনয় করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। প্রথম সিরিয়ালে জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে জুটি বেঁধেছিলেন সৃজলা।

   

এই ধারাবাহিকে শন-সৃজলা জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর তাঁদের দুজনকেই এখনও পর্যন্ত দেখা যায়নি কোন নতুন সিরিয়ালে। যদিও শোনা যাচ্ছে আগামীদিনে স্টার জলসায় লীনা গাঙ্গুলীর নতুন সিরিয়ালে প্রধান নায়কের চরিত্রে কামব্যাক করতে চলেছেন শন।

প্রসঙ্গত মন ফাগুন শেষ হওয়ার পর সৃজলা মন দিয়েছেন একের পর এক ওয়েব সিরিজ আর সিনেমাতেও। তবে ইতিমধ্যেই স্টার জলসার একাধিক ধারাবাহিকে বেশ কয়েকবার ক্যামিও চরিত্রেও এন্ট্রি নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৃজলা গুহ,Srijla Guha,মনফাগুন,Mon Phagun,স্টার জলসা,Star Jalsha,কথা,Kotha,এভি,AV,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আর এবার আরও একবার স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিকে বিশেষ চরিত্রে দেখা যাবে মন-ফাগুনের এই প্রধান নায়িকাকে। জানা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কথা’তে (Kotha) দেখা যেতে চলেছে সৃজলাকে।

আরও পড়ুন: আর নয় পার্শ্ব চরিত্র! এবার নতুন সিরিয়ালে শনের নায়িকা হয়ে ফিরছেন ‘গাঁটছড়া’র বনি

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে নায়ক অগ্নিভ অর্থাৎ সেলিব্রেটি শেফ এভির সাক্ষাৎকারের একটি পর্ব। সেখানেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সৃজলার এন্ট্রি নেওয়ার সেই বিশেষ পর্বের ঝলক শেয়ার করা হয়েছে।