কথা ছিল অক্টোবরের প্রথম দিন পর্যন্ত চলবে এবারের বাদল অধিবেশন। কিন্তু তার ৮ দিন আগেই শেষ হয়ে গেল সভা। বুধবার বেলার দিকে জানা যায় এই সিদ্ধান্তের কথা। যদিও একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে এবারের অধিবেশনে। যার মধ্যে রয়েছে বিতর্কিত কৃষি বিল। এরপর থেকেই বিক্ষোভের পথ বেছে নেয় বিরোধী দলগুলি। এই সময়, কার্যত বিরোধী শূন্য অবস্থায় বহু বিল পাশ করিয়ে নিয়েছে সরকার। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাজ্য সভা।
Published By,