১৯ দিন চলবে না ২০০ লোকাল, হাওড়া লাইনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা, দেখুন বাতিল ট্রেনের তালিকা

Howrah Kharagpur 200 Local Trains Cancelled for 19 days

১৯ দিন চলবে না ২০০ লোকাল, হাওড়া লাইনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা, দেখুন বাতিল ট্রেনের তালিকা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সাধারণ যাতায়াতের সবচেয়ে সাশ্রয়ী ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেন ব্যবহার করেন। কিন্তু কোনো কারণে ট্রেন বাতিল বা চলাচল ব্যাহত হলেই সমস্যার শেষ থাকে না। আর এবার জানা যাচ্ছে হাওড়া-খড়গপুর লাইনে আগামী ১৯ দিনের জন্য বাতিল থাকবে প্রায় ২০০ ট্রেন। এর ফলে ব্যাপক যাত্রী দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। কোন কোন ট্রেন বাতিল? আপনি যদি এই রুটের যাত্রী হন তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

হাওড়া-খড়গপুর লাইনে বাতিল ২০০ লোকাল ট্রেন

যেমনটা জানা যাচ্ছে আজ অর্থাৎ ৩০শে এপ্রিল থেকে আগামী ১৯ দিন পর্যন্ত রেল পরিষেবায় বড় রকমের ব্যাঘাত ঘটতে চলেছে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ ও প্রি-ইন্টারলকিং কাজের কারণে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বাতিল হচ্ছে দুই শতাধিক লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন। এছাড়াও, একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হয়েছে।

নির্দেশিকা জারি করল রেল

গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল ও ১৫টি এক্সপ্রেস ও লোকালের সময় বদলে দেওয়া হয়েছে। এছাড়া ২৪টি ট্রেনের যাত্রাপদ ছোট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হবে ১৭ই মে কারণ সেই দিনে মোট ৫৮টি লোকাল বাতিল থাকবে। এছাড়া ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি ও ১৭ মে সর্বোচ্চ ৫৮টি লোকাল বাতিল করা হবে। ১২ থেকে ১৪ মে স্বাভাবিক পরিষেবা থাকলেও ১৫ ও ১৬ মে ৮টি করে এবং ১৮ মে ৩২টি লোকাল বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আর কাজ করবে না আধার-প্যান-রেশন কার্ড, নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে এই ২ নথি, ঘোষণা কেন্দ্রের

বাতিল এক্সপ্রেস ট্রেনের তালিকা

  • পুরী–শালিমার সাপ্তাহিক (১২৮৮৮): ৪ মে বাতিল
  • শালিমার–পুরী সাপ্তাহিক (১২৮৮৭): ৫ মে বাতিল
  • রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩/১২৮৮৪): ৫, ১৭ ও ১৮ মে বাতিল (সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রুট)
  • পুরী–শালিমার এক্সপ্রেস (২২৮৩৬): ৬ মে বাতিল
  • শালিমার–পুরী এক্সপ্রেস (২২৮৩৫): ৭ মে বাতিল
  • শতাব্দী এক্সপ্রেস (১২২৭৭/১২২৭৮): ১১ মে বাতিল (পুরী-হাওড়া রুট)
  • উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস (২০৯৭১/২০৯৭২): ১০ ও ১১ মে বাতিল
  • কাণ্ডারী এক্সপ্রেস (২২৮৯৭): ১১ মে বাতিল (হাওড়া-দিঘা রুট)
  • তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৮): ১১ মে বাতিল (দিঘা-হাওড়া রুট)
  • হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস (১৮০১৩/১৮০১৪): ১০ ও ১৭ মে বাতিল
  • হাওড়া–পুরী এক্সপ্রেস (১২৮৩৭/১২৮৩৮): ১১ ও ১৭ মে বাতিল
  • সাঁতরাগাছি–দিঘা TOD স্পেশাল (০২৮৪৭/০২৮৪৮): ১৭ মে বাতিল
  • ধৌলি এক্সপ্রেস (১২৮২২/১২৮২১): ১৭ ও ১৮ মে বাতিল (পুরী–শালিমার রুট)
  • অরণ্যক এক্সপ্রেস (১২৮৮৫/১২৮৮৬): ১৭ মে বাতিল (শালিমার–বেলপাহাড়ি রুট)
  • কাণ্ডারী এক্সপ্রেস (২২৮৯৭/২২৮৯৮): ১৭ মে বাতিল (হাওড়ा-দিঘা রুট)
  • তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭/১২৮৫৮): ১৮ মে বাতিল (হাওড়া-দিঘা রুট)
সঙ্গে থাকুন ➥