পার্থ মান্নাঃ নতুন মাসের শুরুতেই নিত্যযাত্রীদের জন্য এল খারাপ খবর। মেট্রো থেকে ট্যাক্সি থাকলেও কলকাতার রাস্তায় যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হল বাস। তবে যতদিন যাচ্ছে ততই কমছে বাসের সংখ্যা। জানা যাচ্ছে উৎসবের মাঝেই হাওড়া থেকে কলকাতায় প্রায় ৭৫০ মত বাস বন্ধ হয়ে গিয়েছে। এবার জানা যাচ্ছে আরও কয়েক হাজার বাস বন্ধের পথে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতে চিন্তায় ভাঁজ দেখা গিয়েছে নিত্যযাত্রীদের কপালে।
কলকাতার রাস্তায় কমছে বাসের সংখ্যা
সূত্রমতে, আগামী মার্চ মাসের মধ্যেই নাকি আরও ২০০০ এর থেকেও বেশি বেসরকারি বাস উধাও হয়ে যাবে কলকাতার রাস্তা থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ হিসাবে একদিকে যেমন উঠে আসছে পরিবহন দফতরের আইন তেমনি নতুন করে বাস নামানোর অর্থ নেই বলে জানাচ্ছেন বাস মালিকেরা।
পরিবহন দফতরের নিয়মের জের বসে যাবে ২৫০০ বাস
পুজোর আগেই কলকাতার রাস্তা থেকে বাস উধাও হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। জানানো হয়েছিল হাওড়া ও কলকাতায় প্রায় ৪০০০ এর মত বেসরকারি বাস চলে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ বছরের বেশি পুরোনো বাস রাস্তায় নামানো যাবে না। পরিবেশ দূষণের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজি বেসরকারি বাস সংগঠনের মালিকেরা।
তাদের বক্তব্য, কোভিডের সময় প্রায় দুবছর নামমাত্র বাস চলেছে। যাত্রী সংখ্যাও ছিল খুবই কম। তাই অন্তত দুবছর মেয়াদ বাড়ানো হোক বাসগুলির। না হলে নতুন বাস নামাতে হলে একটি বাস কিনতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ। এতটাকা খরচ করে নতুন বাস নামানো সম্ভব নয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে পরিবেশ রক্ষার একটি মামলা হয়েছিল। সেই মামলার রায় দিয়েই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় ১৫ বছরের বেশি পুরুনো কোনো বাস কলকাতায় চালানো যাবে না। এর ফলে ২০২৪ সালের ৩১ শে জুলাই থেকেই প্রায় ২৫০০ বাস কমে যাচ্ছে একাধিক রুটে। এতে যাত্রীদের হয়রানি বাড়বে বলে মনে করা হচ্ছে।