বিনোদন,বলিউড,বলিউড গসিপ,বাজেট,সঞ্জয় লীলা বানসালি,Entertainment,Bollywood,Bollywood Gossip,Budget,Sanjay Leela Bhanushali

Papiya Paul

সিনেমার শুধু সেট নির্মাণে খরচ ২১৫ কোটি টাকা! রইল বলিউডের ৫ টি দামী সেটের তালিকা

বলিউড(Bollywood) নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে সব সময়ই আলাদা এক উত্তেজনা থাকে। প্রিয় অভিনেতা-অভিনেত্রীরা কখন কোথায় যাচ্ছেন, কী পোশাক পরছেন সমস্ত কিছু জানার জন্যই বিশেষ কৌতুহলী থাকে অনুরাগীদের মধ্যে। এর সাথে আবার যেকোনো সিনেমা নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে।

   

ঠিক যেমন এই মুহূর্তে বলিউডের কোন সিনেমা তৈরি করতে কত টাকা বাজেট লেগেছে সেগুলো যেমন প্রকাশ্যে জানা যায়। ঠিক তেমনি শুধুমাত্র সিনেমার সেট তৈরি করতে বিরাট অংকের টাকা খরচ করেন পরিচালকেরা। নিজের সিনেমাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য এত মোটা অংকের টাকা খরচ করে থাকেন পরিচালকেরা।

আজকের এই প্রতিবেদনে এমনই কিছু সিনেমার সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলোর সেট নির্মাণে প্রচুর টাকা খরচ করেছেন নির্মাতারা।

১) বলিউডের সবথেকে দামি সেট এর তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবত’। জানা গিয়েছে, এই ছবিটির সেট নির্মাণ করতে এই পরিচালককে খরচ করতে হয়েছে ২১৫ কোটি টাকা।

২) রণবীর কাপুরের ‘সাবাড়িয়া’ সেট তৈরি করার জন্য প্রায় ৪০ কোটি টাকা খরচ করেছিলেন পরিচালক। এই ছবির পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বানসালি।

৩) সালমান খানের ‘ভারত’ ছবির সেট তৈরি করতে খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। এই ছবি বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছে।

৪) অনুরাগ কাশ্যপের ছবি ‘বোম্বে ভেলভেট’ এর সেট তৈরি করার জন্য খরচ হয়েছিল ২৬ কোটি টাকা। তবে দুঃখের বিষয় এই ছবির বাজেট অত্যন্ত বেশি থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমা।

৪) সঞ্জয় লীলা বানসালির আরেক জনপ্রিয় ছবি ‘কলঙ্ক’। এই ছবির সেট তৈরি করতেও পরিচালক খরচ করেছিলেন প্রায় ১৫ কোটি টাকা।

৫) শাহরুখ খান ও ঐশ্বর্য রায় অভিনীত জনপ্রিয় ছবি ‘দেবদাস’। জানা গিয়েছে এই ছবি সেট তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় ২০ কোটি টাকা। যেখানে শুধুমাত্র চন্দ্রমুখীর প্রাসাদ তৈরি করতে ১২ কোটি টাকা লেগেছিল পরিচালকের।