M S Dhoni

Additiya

টাকার বড্ড অভাব! ক্রিকেট ছাড়ার পর এবার মাছ চাষ করে টাকা কামাবেন ধোনি

একটা সময় তিনি ছিলেন ইন্ডিয়ান ক্রিকেট(Indian Cricket) দলের মধ্যমণি। তিনি মাঠে নামলেই ভক্তদের চিৎকার শুরু হতো গোটা স্টেডিয়াম জুড়ে। টিভির ওপারে বসে থাকা দর্শকরাও অধীর আগ্রহে বসে থাকতেন তাঁর খেলা দেখবে বলে। ‘ক্যাপ্টেন কুল ‘ (Mahendra Singh Dhoni) হিসেবে চিহ্নিত ভারতীয় প্রাক্তন অধিনায়ক (Indian Ex-Captain) ব্যাট হাতে নামলেই বোলারদের মধ্যেও এক আলাদা অনুভূতি কাজ করতো। যতক্ষণ তিনি ক্রিজে থাকতেন ততক্ষণ সকলের মনে থাকতো দৃঢ় বিশ্বাস। কারণ আপন মেজাজে ম্যাচ শেষ করা তাঁর বাম হাতের খেলা হয়ে উঠেছিল। ফলে কখন কি হয় এই আশঙ্কা ছিল ভক্তসহ মাঠে দাঁড়িয়ে থাকা বিপরীত দলের। আর এই তারকা ক্রিকেটারই (Cricketer) নাকি এবার ক্রিকেট ছেড়ে শুরু করলেন অন্য ব্যবসা।

   

তিনি যাই করুন না কেন সবকিছুই ফুটে ওঠে খবরের শিরোনামে। ক্রিকেট জগতকে বিদায় জানানোর পর কখনও তাকে দেখা যায় ট্রাক্টর চালাতে কখনও আবার দেখা যাচ্ছে টেনিস খেলতে। কখনও আবার দেখা যাচ্ছে শখের বাইক নিয়ে চলে যাচ্ছেন লং রাইডে। তবে এবার একেবারে অন্যরকম ভাবেই দেখা গেল সকলের প্রিয় মাহিকে বাইক নয়।

তাঁর শখের তালিকায় যুক্ত হয়েছে মাছ চাষ। নিজের খামার বাড়িতেই তিনি শুরু করতে চলেছেন মাছ চাষ। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। রাঁচির সাম্বোতে খামারবাড়িতে খনন করা হয়েছিল দুটি পুকুর। উভয় পুকুরেই অনেক আগেই ছাড়া হয়েছিল মাছের চারা। বর্তমানে বড় হয়ে গেছে সেই মাছ। খুব শীঘ্রই রাঁচি সহ আশেপাশের শহরের বাজারে পৌঁছে যাবে ধোনির খামারের মাছ।

MS Dhoni

মাত্র কয়েকদিন আগে জানা গিয়েছিল রাঁচির সাম্বোতে শাকসবজি এবং ফল উৎপাদনে মনোযোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল সেই ভিডিও। আর এবার তিনি শুরু করলেন মাছ চাষ। অনেকেরই মতে, মাছে হাত পাকানোর পর এবার জলে হাত দিতে চাইছেন ধোনী।

MS Dhoni

উল্লেখ্য, বছরে মাত্র একবার সাধারণ মানুষের জন্য খোলা হয় ধোনির খামারবাড়ির দরজা। এবার সাধারণ মানুষ যাতে সেখানে গিয়ে শাকসবজি, ফল এবং মাছ কিনতে পারেন সে কারণেই এহেন উদ্যোগ নিলেন সকলের প্রিয় মাহি।

বিনোদন,মহেন্দ্র সিং ধোনি,ভারতীয় ক্রিকেটার,মাছ চাষ Entertainment,Mahendra Singh Dhoni,Indian Cricketer,Fish Cultivation

বর্তমানে চেন্নাইতে রয়েছেন এই তারকা ক্রিকেটার। চলছে আইপিএলের প্রস্তুতি। পাশাপাশি সমহিমায় তিনি করে চলেছেন নানান ব্র্যান্ডের বিজ্ঞাপন। এছাড়াও হকি ইন্ডিয়া লিগ এবং ফুটবল লিগে দলগুলির অংশীদারিত্ব কিনেছেন তিনি।