একেই বলে ভারতবর্ষ। যে প্যান্ডেলে গণেশ চতুর্থীর পুজো, সেখানেই হচ্ছে মহরমের আয়োজন। কর্ণাটকের বিন্ডাল এলাকার বসিন্দারা বলছেন, ‘আমরা সবাই ভাই ভাই’। মৌলানা জাকির কাজির মতে, প্রত্যেক ৩৩-৩৫ বছরে এই দুই উৎসবের তিথি একই দিনে পড়ে। তখন প্রতিবার এভাবেই তারা পালন করেন এই বিশেষ দিন। কারণ ‘প্রত্যেকেই ঈশ্বরের সন্তান’।