এটাই ভারতবর্ষ, একই প্যান্ডেলের নীচে মহরম এবং গণেশ চতুর্থী পালন

একেই বলে ভারতবর্ষ। যে প্যান্ডেলে গণেশ চতুর্থীর পুজো, সেখানেই হচ্ছে মহরমের আয়োজন। কর্ণাটকের বিন্ডাল এলাকার বসিন্দারা বলছেন, ‘আমরা সবাই ভাই ভাই’। মৌলানা জাকির কাজির মতে, প্রত্যেক ৩৩-৩৫ বছরে এই দুই উৎসবের তিথি একই দিনে পড়ে। তখন প্রতিবার এভাবেই তারা পালন করেন এই বিশেষ দিন। কারণ ‘প্রত্যেকেই ঈশ্বরের সন্তান’।

Avatar

Koushik Dutta

X