Mukesh Ambani

Moumita

বাবার মত ভুল আর নয়, বিপুল সম্পত্তির ভাগাভাগি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন মুকেশ আম্বানি

বিশ্বের তথা ভারতের অন্যতম সেরা ধনী ব্যক্তত্ব হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বাবা ধিরুভাই আম্বানি (Dhirubhai Ambani) -র তৈরি করা কোম্পানিকে আজ সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ (Relience Group Of Industries) -র বর্তমান মালিক। আবার ঐ একই পরিবারের সন্তান অনিল আম্বানি (মুকেশ আম্বানির ভাই) ব্যবসা সামলাতে না পেরে দেউলিয়া হয়ে পড়েন।

   

মুকেশ আম্বানির অতীত ঘাঁটলে জানা যায়, সাল ২০০২ তে ধিরুভাই মারা যাওয়ার পর বেশ চাপে পড়ে যায় আম্বানি পরিবার। কারণ মারা যাওয়ার আগে ধিরুভাই কোন উইল করে যাননি। সেই সময় সম্পতির ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা যায় আম্বানি পরিবারে। তবে মুকেশ আম্বানি ঐ একই ভুল করে যেতে চাননা। সেই কারণেই তিন সন্তানের মধ্যে নিজের সম্পতির বাটোয়ারা করে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ এখন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এ মুকেশ যতটা না ইনভলভ, তার চেয়েও বেশি ইনভলভ আম্বানি পরিবারের নতুন প্রজন্ম। আকাশ, ইশা এবং অনন্ত, তিনজনেই নিজেদের ব্যবসা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। এই যেমন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন রয়েছে তার ছেলে আকাশ আম্বানির হাতে।

তবে এই দায়িত্ব আজকে নয়, বছর ছয়েক আগেই অর্থাৎ ২০১৭ সালে আকাশকে এই দায়িত্ব দিয়েছিলেন ধনকুবের মুকেশ আম্বানি। তারপর থেকেই রিলায়েন্স জিও-কে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন আকাশ‌। এছাড়াও আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা সত্বেও তার অংশীদারত্ব রয়েছে। ছোট ছেলে অনন্ত এবং ঈশার কাঁধেও রয়েছে গুরুদায়িত্ব।

এই দুজনকে যৌথভাবে রিলায়েন্সের টেলিকমিউনিকেশন এবং রিটেইলের ব্যবসা দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। তাদের চেয়ারম্যান হিসেবে রয়েছে আকাশ। এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিটেল ইউনিটের চেয়ারপার্সন হিসেবে রয়েছেন ইশা আম্বানি। মুকেশ কন্যা ইতিমধ্যেই ৫০টি বিদেশি ব্র্যান্ড রিলায়েন্স রিটেলের অন্তর্ভুক্ত করে ফেলেছেন।এদিকে অনন্তকে দেওয়া হয়েছে তেল এবং রাসায়নিক ব্যবসার দায়িত্ব। আপাতত এইভাবেই সম্পতির বাটোয়ারা করেছেন মুকেশ আম্বানি।