ফ্রি চিকিৎসা পাবেন পহেলগাম সন্ত্রাসী হামলায় আহতরা! বড় ঘোষণা মুকেশ আম্বানির

Mukesh Ambani Free Treatment

ফ্রি চিকিৎসা পাবেন পহেলগাম সন্ত্রাসী হামলায় আহতরা! বড় ঘোষণা মুকেশ আম্বানির

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় আহতদের মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হবে (Mukesh Ambani Free Treatment)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে বড় ঘোষণাটি করেছেন।

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’

মুকেশ আম্বানি এদিন তাঁর শোকবার্তায় বলেন, ‘২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাম বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিরীহ ভারতীয়দের মৃত্যুর শোকে রিলায়েন্স পরিবারের সকলেই আমার সাথে যোগ দিচ্ছেন।’ তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এদিন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, ‘আমরা হামলায় আহত সকলের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করি। মুম্বাইয়ের আমাদের রিলায়েন্স ফাউন্ডেশন স্যার এইচএন হাসপাতাল সমস্ত আহতদের বিনামূল্যে চিকিৎসা করবে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু। এটিকে কোনওভাবেই সমর্থন করা উচিত নয়।’ মুকেশ আম্বানির কথায়, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে রিলায়েন্স পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত সরকার এবং সমগ্র জাতির সাথে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে।’

অন্যদিকে, লীলাবতী হাসপাতালের স্থায়ী ট্রাস্টি রাজেশ মেহতা একটি বিবৃতি জারি করে বলেছেন যে লীলাবতী হাসপাতালের মানুষ এই সন্ত্রাসী ঘটনায় হতবাক। এই হামলায় আহতদের তিনি বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন। যাদের চিকিৎসা এবং যত্নের প্রয়োজন তাঁদের অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করা উচিত।

আরও পড়ুন: অ্যাকাউন্টে আটকে গেল হাজারও মানুষের টাকা! এই বড় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

‘ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের খুঁজে বের করবে’

এর আগে বৃহস্পতিবার, এক জনসভায়, প্রধানমন্ত্রী মোদী পহেলগাম সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের তাড়া করবে। তিনি বলেন, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। এই ঘটনার পর পুরো দেশ শোক ও বেদনায় ডুবে আছে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। ভারত প্রতিটি সন্ত্রাসী, এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করে ফিরব।

সঙ্গে থাকুন ➥