পার্থ সারথি মান্না, কলকাতাঃ মুকেশ আম্বানি নামটা সকলের কাছেই বেশ পরিচিত। বিশেষ করে তাঁর সংস্থা জিও আজ দেশের প্রতিটা ঘরেই নিজের আধিপত্য স্থাপন করেছে। তবে এবার ফের একবার নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে জিও তবে কোনো ডেটা প্যাক বা স্পেশাল অফার নয় বরং জিও কয়েনের (Jio Coin) জেরে। কি এই জিও কয়েন? কি ভাবে পাবেন ও ব্যবহার করবেন? এই ধরণের সমস্ত প্রশ্নের উত্তরই রইল আজকের প্রতিবেদনে।
জিও কয়েন | Reliance Launches Jio Coin
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে জিও কয়েন নিয়ে জব্বর চর্চা শুরু হয়েছে। এককথায় এটাই নূতন ‘হট টপিক’ হয়ে গিয়েছে বলে যেতেই পারে। কিভাবে পাওয়া যাবে এই কয়েন? পেয়ে গেলে কিভাবেই বা ব্যবহার করবেন আর কেনই বা ব্যবহার করবেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেন তথা সাধারণ মানুষের মাথায়। চিন্তা নেই, শুরু থেকে শেষ সবটাই আজ বুঝতে পারবেন Newzshort এর প্রতিবেদনে।
Jio Coin কি?
এটি আসলে একটি ডিজিটাল কারেন্সি বা বলা ভালো ডিজিটাল টাকা। ঠিক যেমনটা বিটকয়েন বা ইথেরিয়াম কাজ করে তেমনভাবেই এটিও কাজ করবে। রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে লঞ্চ হতে চলা এই একটি কয়েনের আনুমানিক মূল্য এক ডলারের অর্ধেক বা ভারতীয় মুদ্রায় ৪৩.৩০ টাকা বলেই আশা করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত অফিসিয়ালি এই কয়েনের ঘোষণা করা হয়নি, তাই সঠিক দাম জানানো সম্ভব নয়।
কি কাজে লাগতে পারে জিও কয়েন?
নতুন এই কয়েন মূলত রিলায়েন্স কোম্পানির যে কোনো পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে। উদাহরণ স্বরূপ এই কয়েন দিয়ে যেমন জিও নাম্বার রিচার্জ করতে পারবেন তেমনি রিলায়েন্সের পেট্রাল পাম্প থেকে জ্বালানি ভরতে পারবেন। আবার একইভাবে More বা Reliance Smart এ শপিংও করতে পারবেন। আগামীদিনে এই কয়েন রিলায়েন্স ইন্ডাস্টিরর জন্য একটি গেম চেঞ্জার হতে পারে বলেই মনে করা হচ্ছে।
কিভাবে পাবেন জিও কয়েন?
আপনি যদি জিও কয়েক পেতে চান তাহলে নিজের স্মার্টফোন বা ল্যাপটপ থেকেই পেতে পারবেন। এর জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘Jio Sphere’ নামক একটি অ্যাপ রয়েছে সেটিকে ইনস্টল করে নিতে হবে। তারপর সেখানে নিজের ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নিলেই ব্রাউজার খুলে যাবে। সেটা ব্যবহার করলেই আপনার জিও কয়েন ওয়ালেট তৈরি হয়ে যাবে আর সেখানেই আপনি জিও কয়েন জমাতে পারবেন।