ব্যাঙ্কে না গিয়ে মাত্র ১০ মিনিটেই পাবেন ১ কোটি টাকা পর্যন্ত লোন, সুখবর শোনালেন মুকেশ আম্বানি

Mukesh Ambani Loan

ব্যাঙ্কে না গিয়ে মাত্র ১০ মিনিটেই পাবেন ১ কোটি টাকা পর্যন্ত লোন, সুখবর শোনালেন মুকেশ আম্বানি

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ১ কোটি টাকা পর্যন্ত লোন নিয়ে নিন আম্বানির থেকেই। কোনওরকম ঝামেলার চিন্তা থাকবে না। ব্যাঙ্কেও যেতে হবে না। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এনবিএফসি শাখা, জিও ফাইন্যান্স, গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল লোন অ্যাগেইনস্ট সিকিউরিটিজ (LAS) সুবিধা চালু করেছে। এই নতুন সিস্টেমে, গ্রাহকরা নিজ নিজ বিনিয়োগ করা সম্পদ যেমন শেয়ার এবং মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে ১০ মিনিটের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন। কোনও ডকুমেন্টেশন ঝামেলা পোহাতে হবে না।

কীভাবে পাবেন মুকেশ আম্বানির লোন?

JioFinance অ্যাপের মাধ্যমে আপনি লোন পাবেন, আপনার মূলধন বিক্রি করতে হবে না। অর্থাৎ এই পরিষেবাটি সম্পূর্ণরূপে ডিজিটালি পরিচালিত হবে। JioFinance অ্যাপের মাধ্যমে, গ্রাহকরা তাদের বিদ্যমান বিনিয়োগ সম্পদ বিক্রি না করেই পুরো সুবিধাটি গ্রহণ করতে পারবেন। এতে দু’ টি প্রধান বিকল্প রয়েছে:

  • শেয়ার বন্দক রেখে লোন নেওয়া (LAS-শেয়ার)
  • মিউচুয়াল ফান্ড বন্দক রেখে লোন নেওয়া (LAS-MFs)

আরও পড়ুন: ১০,০০০ টাকার SIP করলে রিটার্ন পাবেন ১৪.৪৪ কোটি টাকা, জেনে নিন বিনিয়োগের সঠিক উপায়

কত শতাংশ সুদের হার পরিশোধ করতে হবে লোন?

সুদের হার শুরু হবে ৯.৯৯% থেকে, কোনও ফোরক্লোজার চার্জ নেই। অর্থাৎ আগেভাগে চাইলে লোন শোধ করতে পারবেন, অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না। তেমন কোনও নিয়ম নেই। এই ডিজিটাল ঋণ পরিষেবার হিসাব দেখুন নিম্নলিখিত:

  • ঋণের পরিমাণ: ১ কোটি টাকা পর্যন্ত
  • সুদের হার: গ্রাহকের ঝুঁকি প্রোফাইলের উপর নির্ভর করে ৯.৯৯% থেকে শুরু
  • ঋণের মেয়াদ: সর্বোচ্চ তিন বছর
  • প্রিপেমেন্টের উপর কোনও অতিরিক্ত চার্জ নেই (ফোরক্লোজার)

মুকেশ আম্বানির লোন নেওয়া কি নিরাপদ?

এই সুবিধাটি বিশেষ করে সেইসব গ্রাহকদের জন্য কার্যকর যাদের স্বল্পমেয়াদে নগদ অর্থের প্রয়োজন কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাতিল করতে চান না। সম্পূর্ণ নিরাপদ ভাবেই এই লোন নিতে পারবেন আপনি। এ প্রসঙ্গে, জিও ফাইন্যান্সের এমডি এবং সিইও কুশল রায় বলেন, ‘লোন অ্যাগেইনস্ট সিকিউরিটিজ চালু করা আমাদের ডিজিটাল পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ। লক্ষ্য হল গ্রাহকদের আর্থিক পরিষেবাগুলিতে সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য সুবিধা প্রদান করা। আমরা উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিই।’

সঙ্গে থাকুন ➥