পার্থ সারথি মান্না, কলকাতাঃ মুকেশ আম্বানি নামটা ছোট থেকে বড় সকলের কাছেই চেনা। ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের তালিকায় সবার প্রথমেই আসে নামটা। তবে এবার জানা যাচ্ছে হু হু করে কমছে তাঁর সম্পদের পরিমাণ। বিগত কয়েক দিনেই নাকি ৬৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ক্ষতি হয়েছে আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের। তবে এখনও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিই রয়েছেন মুকেশ আম্বানি।
ব্যাপক ক্ষতির মুখে মুকেশ আম্বানি
যারা স্টক মার্কেট সম্পর্কে ওয়াকিবহাল তারা জানেন বিগত কিছুদিন ধরে বাজারের হাল খুব একটা ভালো নয়। প্রতিদিন মার্কেট খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত রীতিমত চিন্তায় থাকছেন বিনিয়োগকারীরা। ব্যতিক্রম হয়নি রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও, গত শুক্রবার অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি RIL এর শেয়ারের দাম ছিল ১২১৪.৭৫ টাকা। যার ফলে কোম্পানির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন ১৬,৪৬,৮২২.১২ কোটি টাকা হয়ে গিয়েছিল।
একধাক্কায় কমেছে ২ লক্ষ কোটি টাকারও বেশি মার্কেট কাপিটালাইজেশন
রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড দেশের সেরা ১০ কোম্পানিগুলির মধ্যে অন্যতম। তবে জানলে অবাক হবেন, বিগত কিছুদিন শুধুমাত্র রিলায়েন্স নয় বরং TCS, HDFC Bank, Infosys, SBI এর মত সংস্থাগুলির শেয়ারের দামেও ব্যাপক পতন হয়েছে। সেরা ১০ কোম্পানির মধ্যে ৮টি মিলিয়ে মোট ২,০৩,৯৫২.৬৫ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন উধাও হয়ে গিয়েছে স্টক মার্কেট থেকে।
কেন কমছে শেয়ারের দাম?
অনেকেই হয়তো ভাবছেন হটাৎ কেন এতবড় একটি কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে? এর উত্তরে একটি নয় একাধিক কারণ উঠে এসেছে। যার মধ্যে প্রথমেই উঠে আসছে সেনসেক্স ও নিফটি ৫০ তে বিনিয়োগকারীদের দুর্বল মার্কেট সেন্টিমেন্ট। এছাড়া গ্লোবাল মার্কেটে ইউএস ফেডারেল রিজার্ভ পলিসির জেরে বিদেশে থাকা টাকা ফেরত যাচ্ছে, যার ফলে নামি-দামি কোম্পানির স্টক বা ব্লু চিপ স্টকের উপরেও প্রভাব পড়েছে।
পেট্রোলিয়াম ও গ্যাস সেক্টরেও বেশ দামের হেফের লক্ষ করা গিয়েছে। যার ফলে জ্বালানি সেক্টরের পাশাপাশি টেলিকম ইন্ডাস্ট্রিতেও প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে বহু বিনিয়োগকারীরা রিলায়েন্সের স্টকে বিনিয়োগ করতে চাইছেন না।
প্রসঙ্গত, অল্প সময়ের নিরিখে কোম্পানির কিছুটা ক্ষতি হলেও রিলায়েন্স পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে জিও ও ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে কোম্পানির উন্নতি থেকে শুরু করে পুনর্নবীকরণ ও রিটেল সেক্টরেও যথেষ্ট উন্নতি হয়েছে। তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই ফের শেয়ারের দাম পুনুরুদ্ধার হবে।