Mukesh Ambani

anita

Mukesh Ambani: মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্স গোষ্ঠীর এই কর্মী! জানুন তাঁর আসল পরিচয়

নিউজ শর্ট ডেস্ক: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)-কে কে না চেনেন! বর্তমানে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯,৬৩,৭২৫ কোটি টাকা। বর্তমানে এই কোম্পানির বাজার মূলধন এম ক্যাপ হল ১৯,৭৪,০০০ কোটি টাকার বেশি।

   

করোনা মহামারীর সময় থেকে  মুকেশ অম্বানি বেতন নেওয়া বন্ধ করে দিয়েছেন। তবে একটা সময় তিনি নিজের কোম্পানি থেকে যে বেতন পেতেন বর্তমানে তার থেকেও অনেক বেশি বেতন পান তাঁর এক কর্মচারী। প্রসঙ্গত তবে মুকেশ আম্বানি ছাড়াও তাঁর রিলায়েন্স গোষ্ঠীর বিশাল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও।

বিশেষ করে তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং দুই ছেলে আকাশ এবং অনন্ত আম্বানি সহ আরো বেশ কয়েকজন সহযোগীদের-ও। তবে জানলে অবাক হবেন মুকেশ আম্বানি কিংবা তাঁর স্ত্রী অথবা ছেলে মেয়ে কেউই নন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ বেতনভোগী কর্মচারী হলেন অন্য কেউ। এই কর্মচারীর বেতন ২৪ কোটি টাকার বেশি।

মুকেশ আম্বানি,Mukesh Ambani,নিখিল মেসওয়ানি,Nikhil Meswani,রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড,Reliance Industries Ltd,সর্বোচ্চ বেতন,Highest Salary,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শুধু তাই নয়, আম্বানি পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় এই নিখিল মেসওয়ানির (Nikhil Meswani) বার্ষিক বেতন-ও  অনেক বেশি। এখন প্রশ্ন হল কে এই নিখিল মেসওয়ানি?  জানা যায় এই নিখিল হলেন সম্পর্কে মুকেশ আম্বানির আত্মীয়। আসলে নিখিল মেসওয়ানির বাবা রসিক ভাই মেসওয়ানি সম্পর্কে ছিলেন মুকেশ আম্বানির বাবা ধিরু ভাই আম্বানির ভাগ্নে।

আরও পড়ুন: এক ট্রেনেই হবে রামলালা আর বৈষ্ণোদেবীর দর্শন! তীর্থযাত্রীদের জন্য বড় উপহার ভারতীয় রেলের

তিনি একসময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যেই ছিলেন। মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠীতে যখন তাঁর কর্মজীবন শুরু করেছিলেন তখন তাঁকে গাইড করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই রাসিক ভাই মেসওয়ানির ওপরেই। তাই নিখিল মেসওয়ানির  বাবাই ছিলেন মুকেশ আম্বানির প্রথম বস। আর এখন সেই রাসিক ভাই মেসওয়ানির ছেলে নিখিল মেসওয়ানিই হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ বেতনভোগী কর্মচারী।

মুকেশ আম্বানি,Mukesh Ambani,নিখিল মেসওয়ানি,Nikhil Meswani,রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড,Reliance Industries Ltd,সর্বোচ্চ বেতন,Highest Salary,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে নিখিলের কর্মজীবন শুরু হয়েছিল একজন প্রজেক্ট অফিসার হিসাবে। তিনি প্রধানত পেট্রোকেমিক্যাল বিভাগের উপরেই কাজ শুরু করেছিলেন। তাঁর হাত ধরেই রিলায়েন্স গোষ্টি পেট্রোকেমিক্যাল শিল্পে গোটা বিশ্বের মানচিত্রে বড় বাজার দখল করতে শুরু করে।