Papiya Paul

এবার জলের তলায় ছুটবে ট্রেন! জানুন ভারতের কোন জায়গায় কবে থেকে শুরু পরিষেবা?

ট্রেন ভারতীয় জনজীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এককথায় একে বলা হয় লাইফলাইন অফ ইন্ডিয়া। এক বৃহৎ অংশের মানুষ যুক্ত রয়েছে এর সাথে। তাই রেলের তরফেও নিত্য নতুন আনা হচ্ছে নানান অভিনবত্ব। আর এবারে তেমনই এক চমকদার ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ(Indian Railways)। এবারে জলের তলা দিয়েই ছুটবে ট্রেন(Underwater Train)। হ্যাঁ ঠিকই শুনছেন, খুব শীঘ্রই চালু হচ্ছে পরিষেবা। আসুন জেনে নিই কোথায় আর কবে থেকে চালু হবে এই পরিষেবা।

   

এমনিতে খুব শীঘ্রই ইষ্ট-ওয়েস্ট মেট্রোর হাত ধরে আমরা পেতে চলেছি আমদের প্রথম আন্ডারওয়াটার মেট্রো। আর এবারে ট্রেনও চলবে গভীর জলের ভেতর দিয়ে। আর এই ট্রেনে করেই আপনি পৌঁছে যেতে পারবেন ভারতের বাইরেও। জানা যাচ্ছে, বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে দুবাইয়ের সাথে সংযুক্ত করতেই এই পরিষেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। অত্যন্ত ব্যয়বহুল বলে বারংবার পিছিয়ে গেলেও এবারে এই বিষয়ে যথেষ্ট সিরিয়াস দুই দেশ। এই রেলপথে মোট ২০০০ কিলোমিটার পথ সংযুক্ত হবে।

এই ধরনের ঘটনা এর আগে ইতিহাসে কখনও ঘটেনি। নতুন এই প্রজেক্ট তৈরি হলে যে, ভারত বিশ্ব মঞ্চে এক আলাদা মাত্রা পাবে তা বলাই বাহুল্য। বিশেষ এই প্রজেক্টটি পরিকল্পনা হয়েছিল করোনার আগের সময়। সালটা ছিল ২০১৮, তখন অবশ্য এই আলোচনা সীমাবদ্ধ ছিল খাতা – কলমেই। এর থেকে বেশি আর এই কাজ এগোয়নি। ইতিমধ্যেই সংযুক্ত আমিরশাহিতে জাতীয় উপদেষ্টা ব্যুরো শুরু করেছেন ব্লু প্রিন্ট তৈরির কাজ। জেনে রাখা প্রয়োজন, বিশেষ এই আন্ডারওয়াটার ট্রেন শুধু যাত্রী পরিবহনই করবে না। এর সাথে এই ট্রেনে করে নিয়ে যাওয়া হবে জল, তেলসহ অন্যান্য নানান পণ্য। এক কথায় এটি চালু হলে বিপ্লব আসবে রেল পরিবহনে।

এমনিতেই ভারতের সাথে সু-সম্পর্ক দুবাইয়ের। আর এই রেল পরিষেবা শুরু হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে। তৈরি হবে পরিবহনের এক নতুন মাধ্যম। ব্যবসা থেকে অর্থনীতি সবকিছুতেই উন্নতি হবে দুই দেশের। তবে এখন সকলেই অপেক্ষা করে আছে কবে থেকে চাকু হবে এই আন্ডারওয়াটার ট্রেন সেটি দেখার জন্য। প্রসঙ্গত, ইতিমধ্যেই ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে চলাচল করে এমনই একটি আন্ডারওয়াটার ট্রেন।