ICICI Bank

anita

ICICI Bank: সাবধান! ছোট্ট এই ভুলেই ফাঁকা ব্যাঙ্ক ব্যালেন্স! গ্রাহকদের জন্য সতর্কতা জারি করল ICICI ব্যাঙ্ক

নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে চারিদিকে প্রতারণার ফাঁদ পেতে রেখে দিয়েছে প্রতারকরা (Scammer)। তাই এবার গ্রাহকদের সাইবার ফ্রড বা আর্থিক জালিয়াতির হাত থেকে বাঁচাতেই বিশেষ নির্দেশ (Advisory) জারি করলো দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই (ICICI)। আগামীদিনে এই নির্দেশিকা মেনে না চললে যে কোন‌ও মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স।

   

এখনকার দিনে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে প্রতারকরা এমনই ফাঁদ পাতছে যে গ্রাহকরা সম্পূর্ণ সতর্ক থেকেও শেষ করতে পারছেন না। যদিও এর কারণ গ্রাহকদেরই মনের অজান্তে করে বসা কিছু বেখেয়ালি পদক্ষেপ। তার এবার বিষয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলকে সাবধান থাকতে বলেছে  আইসিআইসিআই ব্যাঙ্ক।

প্রতারকদের আর্থিক জালিয়াতির হাত থেকে বাঁচতে হলে সব সময় নিজের এটিএম কার্ড, ইন্টারনেট ও অনলাইন ব্যাঙ্কিং সহ সমস্ত জায়গায় পাসওয়ার্ড দেওয়ার সময় আরও বেশি সতর্ক হতে হবে। এক্ষেত্রে এমন একটি পাসওয়ার্ড তৈরী করতে হবে যা খুব শক্তিশালী হবে। তাই নিজের নিজের নাম কিংবা পছন্দের তারকাদের নাম নয় পরিবর্তে এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে।

প্রতারক,Scammer,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,নির্দেশিকা,Guidelines,ব্যাঙ্ক ব্যালেন্স,Bank Balance,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মোবাইল  হোক কিংবা  ল্যাপটপ, এই সমস্ত ডিভাইস গুলির সফটওয়্যার  সব সময় আপ টু ডেট রাখতে হবে। সেইসাথে শক্তিশালী অ্যান্টিভাইরাস-ও  ব্যবহার করতে হবে। এইভাবে ডিভাইসগুলিকে ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায়।

আরও পড়ুন: ICICI ব্যাঙ্কে RD করলেই লাভে লাভ! এত্ত সুদ যা আপনার কল্পনারও অতীত

UPI অ্যাপ থেকে শুরু করে অনলাইন ব্যাঙ্কিং সব জায়গাতেই  টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি অ্যাক্টিভ রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই পদ্ধতি চালু রাখা যেতে পারে।

কখনই নিজের ল্যাপটপ বা স্মার্টফোন আনলক অবস্থায় ছেড়ে অন্যত্র যাওয়া উচিত নয়।

কখনওই অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না। সেটা  এসএমএস, হোয়াটসঅ্যাপ,কিংবা ই-মেল-ও হতে পারে।

কখনই কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করা উচিত নয়।

প্রতারক,Scammer,আইসিআইসিআই ব্যাঙ্ক,ICICI Bank,নির্দেশিকা,Guidelines,ব্যাঙ্ক ব্যালেন্স,Bank Balance,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

স্মার্টফোন বা ল্যাপটপ কোন‌ও অ্যাপ ডাউনলোড করলে সরাসরি তা Google Play Store বা Apple Play Store থেকে ডাউনলোড করা উচিত।

সন্দেহজনক কোনো লিঙ্ক দেখলেই তা এড়িয়ে যেতে হবে।

এরপরেও যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন তবে যত দ্রুত সম্ভব National Cyber Crime Reporting Portal-এ অভিযোগ দায়ের করতে হবে। এর ওয়েবসাইট হল- www.cybercrime.gov.in এছাড়াও ১৯৩০ নম্বরে কল করেও বিষয়টি জানানো যেতে পারে।