মাত্র ৩ মাস আয়ু! ভাঙা হবে দিঘার ‘ঢেউ সাগর’, রাজ্যকে আদেশ দিল আদালত

National Green Tribunal orders State to Demolish Dheu Sagar in Digha

মাত্র ৩ মাস আয়ু! ভাঙা হবে দিঘার ‘ঢেউ সাগর’, রাজ্যকে আদেশ দিল আদালত

Partha Sarathi Manna

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালিদের ছুটি বা কাজের থেকে একটু অবসর মানেই সবার আগে যে জায়গার নাম উঠে আসে সেটা হল দিঘা। শীত গ্রীষ্ম হোক বা বর্ষা, সারাবছরই দিঘাতে পর্যটকদের ভিড় লীগের হয়েছে। তাছাড়া প্রশাসনের তরফ থেকেও প্রতিনিয়ত পার্ক ও নতুন টুরিস্ট আকর্ষণ তৈরি করা হচ্ছে সমুদ্রনগরীতে। কিন্তু এবার প্রকাশ্যে এল এক দুঃসংবাদ!

দিঘাপ্রেমীদের জন্য দুঃসংবাদ!

দিঘা ঘুরতে গেলে শুধুই যে স্নান করা আর সমুদ্রের পারে সুন্দর সন্ধ্যা উপভোগ করা যায় তা কিন্তু নয়। একাধিক দর্শনীয় জায়গা রয়েছে দেখার মত। এর মধ্যে অন্যতম একটি হল ঢেউ সাগর। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। বিশেষ করে বিকেলের পর অনেকেই সমুদ্র তীর থেকে কিছুটা দূরে এই জায়গাতে টাইম কাটাতে ও ছবি তুলতে আসেন। কিন্তু এবার জানা যাচ্ছে  আদালতের নির্দেশে ভাঙা পড়তে চলছে ঢেউ সাগর।

ভাঙা পড়তে চলছে দিঘার ঢেউ সাগর

হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি দিঘার অন্যতম আকর্ষণ ‘ঢেউ সাগর’ ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের তরফ থেকে। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন হটাৎ কেন এমন সিদ্ধান্ত? উত্তরে জানা যাচ্ছে, কোস্টাল রেগুলেশন জোন বা উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকার নিয়মের উলঙ্ঘন করা হয়েছে। ঠিক যেমন মন্দারমণীতে কয়েকশো হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, সেই একইরকমভাবে ‘ঢেউ সাগর’ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।

কি বলছে রাজ্য সরকার?

পরিবেশ কর্মী সুভাষ দত্ত আগেই জানিয়েছিলেন যে এই থিম পার্ক তৈরির জন্য পরিবেশ রাখার বিধি নিয়মের উলঙ্ঘন করা হয়েছে। এরপরেইমামলা করা হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে (NGT)। এবার পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই ঢেউ সাগর ভেঙে পুরোনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যদিও এই নির্দেশ এখনই কার্যকর করছে না রাজ্য। এই নির্দেশের পাল্টা হয় কোর্টে যাবে রাজ্য এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ দেবীজ্ঞানে পূজিত অপরাজিতা, কী এমন হল?

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ এর সময় দিঘায় থিম পার্ক তৈরির পরিকল্পনা শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালে করোনা পরিস্তিতি কিছুটা স্বাভাবিক হলে কাজ শুরু করে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। একাধিক রাইড থেকে শুরু করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়ে পার্কটি ও নামকরণ করা হয় ঢেউ সাগর।

সঙ্গে থাকুন ➥