Papiya Paul

একেবারে সস্তায় ডুয়ার্স ভ্রমণ, থাকছে জলদাপাড়া, বক্সাও, শীতে বাম্পার প্যাকেজ NBSTC-র

নিউজশর্ট ডেস্কঃ শীত পড়তে না পড়তেই মানুষ বেরিয়ে পড়েছেন দীঘা(Digha)-পুরী(Puri), দার্জিলিং(Darjeeling) কিংবা ডুয়ার্সের(Dooars) উদ্দেশ্যে। এই ডুয়ার্সে গেলে জঙ্গল সাফারি করতে পারেন পর্যটকরা। ইতিমধ্যেই জঙ্গল খুলে গিয়েছে। আর শীতকালে জলদাপাড়া আর চিলাপাতার জঙ্গল তো সবুজে ভরপুর। আপনিও যদি নিজের পরিবারকে নিয়ে যেতে চান তাহলে জঙ্গল সাফারি করতে কিন্তু একদম ভুলবেন না।

   

এর জন্য আপনাকে চলে যেতে হবে জলদাপাড়াতে। আর পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম(NBSTC) বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছে। এই প্যাকেজ রয়েছে চার দিন তিন রাতের জন্য। আজকের এই প্রতিবেদনে এনবিএসটিসির ট্যুর প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এর ফলে আপনারা যদি এই ট্যুর প্যাকেজে যেতে চান তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।

এই প্যাকেজে আপনাকে প্রথমে হাসিমারা বা ফালাকাটা স্টেশন থেকে প্রতিনিধিরা স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে সোজা পৌঁছে যাবেন জলদাপাড়া। সেখানে রিসোর্টে থাকার ব্যবস্থা রয়েছে। এই জলদাপাড়াতে একদিকে যেমন আপনি এক-শৃঙ্গ গন্ডার দেখতে পাবেন। তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। এছাড়া এখানে রয়েছে নানা রকমের পাখি। এরপর দ্বিতীয় দিনে নিয়ে যাওয়া হবে চিলাপাতায়।

আরও পড়ুন: মাত্র ৫০০ টাকা খরচে চলে যান ‘হেভেন অফ ডুয়ার্সে’, একবার গেলে আর ফিরতে মন চাইবে না

দক্ষিণ খয়ের বাড়ি, টোটোপাড়া ঘুরিয়ে আপনাকে সোজা চিলাপাতা নিয়ে যাওয়া হবে। এখানে একটি রেসকিউ সেন্টার রয়েছে। যেখানে আপনি চিতাবাঘে দেখতে পাবেন। তবে এখানে প্রবেশের জন্য টিকিট আপনাকে কাটতে হবে। আবার টোটোপাড়া আর এক রকমের সুন্দর জায়গা। মাদারিহাট থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে রয়েছে এই টোটোপাড়া। এরপর এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে চিলাপাতার জঙ্গলে।

যেখানে রয়েছেন নল রাজারগড়। এখানেই রাতে থাকার ব্যবস্থা করা হবে। রাতে আপনি বন ফায়ার এবং বারবিকিউর মজা নিতে নিতে আনন্দ উপভোগ করতে পারবেন। তৃতীয় দিনে আপনাকে নিয়ে যাওয়া হবে বক্সা টাইগার রিজার্ভে। এরপর নিয়ে যাওয়া হবে জয়ন্তীতে। সেখানে যাওয়ার সময় শিখিয়াঝোরা জায়গাটি ঘুরিয়ে দেখানো হবে। যেটিকে বর্তমানের ডুয়ার্সের আমাজন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আর যেতে হবে না উত্তরবঙ্গে, একদিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছের ‘মিনি ডুয়ার্স’ থেকে

আর বক্সা যখন যাবেন সেখানে লেপচাখা গ্রাম যেতে কিন্তু ভুলবেন না। বর্তমান সময়ে এটি একটি আলাদা অফবিট ডেস্টিনেশন হিসেবে পরিচিতি পাচ্ছে। ছবির মত অপরূপ সুন্দর একটি গ্রাম। এখানেই নদীর ধারে রয়েছে জয়ন্তী। এই জয়ন্তীকে এখন ডুয়ার্সের রানী বলে ডাকা হয়। এই জায়গাতেই রাত্রে আপনার থাকার ব্যবস্থা করা হবে। চতুর্থ দিনে হাসিমারা বা নিউ কোচবিহার স্টেশন থেকে ফেরার ব্যবস্থা রয়েছে।

এই পুরো প্যাকেজের মধ্যেই গাড়ি, সাইড সিন,  থাকবার ব্যবস্থা, খাবার ট্যুর ম্যানেজার সমস্ত কিছুই থাকছে। আপনি যদি এই ট্যুর প্যাকেজ গ্রহণ করতে চান তাহলে আপনাকে মাথাপিছু ৭৫০০ টাকা করে দিতে হবে। আর এই পুরো প্যাকেজ সম্পর্কিত বিস্তারিত তথ্য আরো ভালো করে জানতে এনবিএসটিসির ট্যুরিজম বিভাগের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে।