Neel-Trina

anita

Neel-Trina: বাস্তবের জুটি এবার বড়পর্দায়! এবার কোন সিনেমায় এন্ট্রি নিচ্ছেন নীল-তৃণা জুটি?

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন সেলেব দম্পতি হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। নীল-তৃণা দুজনেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁরা দুজনেই অভিনয় করেছেন একের পর এক সুপারহিট বাংলা সিরিয়ালেতবে আজ পর্যন্ত তাঁরা একসাথে জুটি বাঁধেননি পর্দায়।

   

রিয়েল লাইফের এই পাওয়ার কপালকে কখনও সিরিয়ালে একসাথে জুটি বাঁধতে দেখা যায়নি। বাংলা মিডিয়াম শেষ হওয়ার পর আপাতত নীলকে ছোট পর্দায় দেখা নতুন কোনো প্রজেক্টের দেখা যাচ্ছে না। অন্যদিকে তৃণা বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লাভ বিয়ে  আজকাল’-এর  প্রধান নায়িকা শ্রাবণের চরিত্রে।

অনুরাগীরা বহুদিন ধরেই চাইছিলেন বাস্তবের এই  তৃণীল জুটিকে পর্দায়ও  একসঙ্গে দেখতে। এবার অনুরাগীদের দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুব তাড়াতাড়ি একসাথে পর্দা ভাগ করতে চলেছেন এই রিয়েল লাইফ কাপল।  তাও আবার বড় পর্দায়। স্টুডিও পাড়া সূত্রে খবর খুব তাড়াতাড়ি নীল তৃণা জুটি বাঁধতে চলেছেন একটি নতুন বাংলা সিনেমায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,তিলোত্তমা,Tilottama,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণা বলেছেন ‘আমরা দুজনে একসঙ্গে এখনও জুটি হিসেবে কাজ করিনি। সারেগামার একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছি। একটা আইটেম সংয়ে একসঙ্গে কাজ করেছি। কিন্তু সেখানেও জুটি বাঁধিনি।’অন্যদিকে তৃণার সাথে প্রথমবার জুটি বাঁধার প্রসঙ্গে নীল বলেছেন, ‘আমরা কলেজ লাইফ থেকে একসঙ্গে। এখনও পর্যন্ত আমরা জুটি বেঁধে কাজ করিনি। এবার করব, তাও বড় পর্দায়।’

আরও পড়ুন: রামপ্রসাদের পর আসছে মঙ্গলময়ী মা শীতলা! প্রধান চরিত্রে থাকছেন এই জনপ্রিয় অভিনেত্রী

কোন সিনেমায় অভিনয় করছেন ‘তৃণীল’?

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,তিলোত্তমা,Tilottama,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

জানা যাচ্ছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’ সিনেমায় জুটি বাঁধবেন নীল-তৃণা। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখকে। ছবির বিষয় নিয়ে পরিচালক সৌম্যজিৎ আদক বলেছেন ‘তিলোত্তমা মানে কেবল কলকাতা নয়। যে কোনও সুন্দর জিনিসকেই তিলোত্তমা বলে বোঝানো হয়। আমাদের এই ছবির মূলে আছে একটা অনাথ আশ্রম। সেটাকে কেন্দ্র করেই এই ছবি বানানো হয়েছে।’