Zee Bangla

anita

Zee Bangla: বিয়ে করছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের এই জনপ্রিয় তারকা! শুটিং ফ্লোরে জমিয়ে হল আইবুড়োভাত

নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভাব নেই ঠিকই, তবে মাসের পর মাস ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে  জি বাংলার (Zee Bangla) লোকপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই  চলছে টান টান উত্তেজনার পর্ব। যা থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছেন না দর্শক।

   

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন বাড়ি বাঁচানোর জন্য বাড়িতেই হোমস্টে খুলেছে দত্ত পরিবার। অন্যদিকে পিছনে বসেই সৃজন-পর্ণার একটার পর একটা ক্ষতি করে চলেছে ইশা। তবে এবার পর্ণা বুঝতে পেরেছে তাদের জীবনে ঘটে চলা সমস্ত সর্বনাশের পিছনে রয়েছে ইশা। সেই’ই আড়ালে থেকে সমস্ত কলকাঠি নাড়ছে।

এতো গেল সিরিয়ালের কথা। তবে এবার এই বিয়ের মরশুমেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন তারকা। এমনিতে বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি মনের মানুষ অর্থাৎ দীর্ঘ দিনের প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার সৃজন অভিনেতা রুবেল দাস।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,আইবুড়োভাত,Aiburobhat,ছোট কাকা,Choto Kaka,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে এবার রুবেল-শ্বেতার এই বিয়ের জল্পনার মাঝেই এল এক দারুন সুখবর। বিয়ে করছেন সৃজনের অনস্ক্রিন ছোট কাকা। যদিও সিরিয়ালে তিনি বিবাহিত। আর বাস্তব জীবনেও খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন: এবার বিয়ে হবে ‘হাবলি ‘পুতুলের! প্রেমদিবসের আগেই ছাত্রীকে বিয়ের প্রস্তাব স্যারের

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,আইবুড়োভাত,Aiburobhat,ছোট কাকা,Choto Kaka,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সম্প্রতি নীম ফুলের মধু সিরিয়ালের গোটা দত্ত পরিবারের তরফেই আয়োজন করা হয়েছিল তাঁরই আইবুড়োভাত। এদিন সোশ্যাল মিডিয়ায় অনস্ক্রিন দেওরের সেই আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছিলেন সৃজনের অনস্ক্রিন জেঠিমা অর্থাৎ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। আইবুড়ো ভাতের সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ‘খুব ভালো থেকো ছোটঠাকুরপো.. অনেক শুভেচ্ছা।’