Neem Phooler Madhu Parna dresses up as Manjulika to scare Sweety

জমজমাট নিম ফুলের মধু, পর্ণার মঞ্জুলিকা রুপ দেখেই অজ্ঞান সুইটি-মৌমিতা! ফাঁস সুপার ধামাকা পর্ব

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) জানিয়েছিলেন, ‘একটা পর্বও মিস করা যাবে না। নাহলে কখন যে সৃজন দাদা থেকে বাবা হয়ে যাবে বুঝতে পারবেন না’। ঠিক তেমনটা না হলেও এবার যা হল তা দেখে সত্যিই দিলখুশ দর্শকদের। একপ্রকার সামনের সপ্তাহেও টিআরপিতে (TRP) ‘বেঙ্গল টপার’ হওয়া পাকা!

সাম্প্রতিক পর্বে দেখা যায় পর্ণার মেয়ে পুঁটিকে ভুত সেজে ভয় দেখিয়েছিল সুইটি। স্মৃতিশক্তি হারিয়ে গেলেও ওইটুকু মেয়েকে এভাবে ভয় দেখানোর বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি পর্ণা। তাই কোমর বেঁধেছে সুইটিকে টাইট দেওয়ার জন্য। আর এই প্ল্যানে সৃজন, ধ্যাষ্টামো জ্যেঠু থেকে শুরু করে বাড়ির বেশিরভাগ লোকই রয়েছে পর্ণার দলে। তাই একটা বড় কান্ড যে হতে চলেছে সেটা আন্দাজ করাই যাচ্ছিল।

যেমনটা দেখা যাচ্ছে সুইটিকে যাতে জন্মের মত ভয় দেখানো যায় তাই আগে থেকেই ঠাম্মি আর চয়নের মা মিলে ভুতের গল্প করতে শুরু করে। এমন সময় ঠাম্মিও বলে যে এই বাড়িতেই নাকি এই বাইজি আত্মহত্যা করেছিল। সেই বোধহয় ভুত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কার ঘাড়ে যে এসে পড়বে বোঝা দায়! এসব শুনে সত্যিই ভয় পেয়ে গিয়েছে সুইটি। তবে ভয়ের তো কিছুই হয়নি আসল ভয় সে পাবে রাতের বেলা।

Neem Phooler Madhu Parna becames Manjulika

আরও পড়ুনঃ ‘রচনা-শতাব্দী সবাই আমার প্রেমে পড়েছে…’, এতদিনে গোপন কাহিনী জানালেন ‘ভিলেন’ সুমিত গঙ্গোপাধ্যায়

রাত হতেই পর্ণা মঞ্জুলিকার রূপ নিয়েছে। যদিও তার আগে টেস্টিং করতে গিয়ে সৃজন দা থুড়ি বরের সাথে হালকা মিঠে নাচের দৃশ্য উপহার পেয়েছেন দর্শকেরা। তারপর সৃজেন নিজে হাতেই পর্ণাকে ভয়ঙ্কর রূপের মত করে সাজিয়ে দিয়েছে। এরপর আর কি! অন্ধকারে ঘুঙরুর আওয়াজ শুনেই তেড়ে আসে সুইটি। কিন্তু সামনে মঞ্জুলিকাকে দেখেই অজ্ঞান হয়ে যায় সে। এদিকে মৌমিতাও ভুত দেখে ভিরমি খেয়ে যায়।

সুইটির জ্ঞান ফিরলে সবাই সত্যিটা বলে নাচতে শুরু করে। এমন সময় অয়ন চিৎকার করে মৌমিতা কোথায় বলে। তখন পর্ণা জানাই রান্নাঘরে আমায় দেখে সেও অজ্ঞান হয়ে গেছে। তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে দেখা যায় সত্যিই সে এখনও হাত মুখ বেঁকিয়ে অজ্ঞান হয়েই পরে রয়েছে। সত্যিই এমন একটা পর্ব একেবারেই মিস করার মত নয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X