Neem Phooler Madhu

anita

Neem Phooler Madhu: গুলি লেগে মৃত্যু মুখে পর্ণা! মা-সন্তানের মধ্যে কাকে বাঁচাবে সৃজন? গল্পে দারুন চমক

নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েই প্রতিনিয়ত বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী  দর্শকদের মন জয় করে চলেছে জি বাংলার (Zee Bangla) সুপার হিট ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রতি সপ্তাহে এই ধারাবাহিকে সম্প্রচারিত হচ্ছে একের পর এক  টানটান উত্তেজনার পর্ব।

   

যা থেকে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারছেন না দর্শক। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহে যার ফল মিলছে হাতেনাতে।গত পর্বেই দেখা গিয়েছে পিকলু-সৃজনদের (Srijan) মিস্টার এক্স-এর হাত থেকে বাঁচাতে ছদ্মবেশ নিয়েছে পর্ণা (Parna)। আর আজকের পর্বেই এই ধারাবাহিকে দেখা গিয়েছে বুদ্ধি খাটিয়ে পর্ণা মিস্টার এক্স-কে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে।

কিন্তু শেষ মুহূর্তে পুলিশকে ধাক্কা দিয়ে তার পকেট থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পর্ণাকে তাক করেই গুলি চালায় মিস্টার এক্স। আর সেই গুলি পর্ণার কাঁধে  গিয়ে লাগতেই সৃজনের  কোলে লুটিয়ে পড়ে যায় পর্ণা। কিন্তু মুশকিল হলো পর্ণা এখন গর্ভবতী। আর চিকিৎসকরা জানিয়েছেন তাই এই অবস্থায় গুলি লাগার পর ইতিমধ্যেই তার নাকি অনেকটা ব্লাড লস হয়েছে। তাই তার অবস্থা নাকি বেশ সংকটজনক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,প্রাণ সংশয়,Danger of Life,নতুন চমক,New Twist,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এসবের মধ্যেই জানা যাচ্ছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সৃজন যখন পর্ণাকে  তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তখন অপারেশনের সময় পর্ণার  অবস্থা খারাপ হতে দেখে ডাক্তাররা কিছুক্ষণের জন্য পর্ণাকে অবজার্ভেশনে রেখে বাইরে এসে সৃজনকে জানায় পর্ণার  অবস্থা একেবারেই ভালো নয়।

আরও পড়ুন: একসময় কাজ করেন দেবের সাথে, কোথায় হারিয়ে গেলেন এই জনপ্রিয় অভিনেত্রী?

তাই তারা যেন নিজেদেরকে শক্ত করেন। অন্যদিকে ডাক্তাররা এদিন সৃজনকে জানাবে মা এবং সন্তান দুজনের মধ্যে যে কোনো  একজনকে বাঁচানো সম্ভব হবে।বাচ্চাকে বাঁচালে সে প্রিম্যাচিউর হবে। তা না হলে মাকে বাঁচাতে হবে।

এসব শুনে জেঠু বলে ওঠে ‘গাছ থাকলে ফল আবার হবে’।  তাই সৃজনের উচিত পর্ণাকে বাঁচানো।  কিন্তু কৃষ্ণা জানায় সে নাতির মুখ দেখতে চায়। তাছাড়া ডাক্তাররা কোন নিশ্চয়তা দিচ্ছেন না পর্ণাকে বাঁচানো যাবে কিনা!  তাই তাদের উচিত বাচ্চাকে বাঁচানো।  কিন্তু এসব শুনে সৃজন বুঝতে পারে না তার কি করা উচিত।