RBI

Papiya Paul

RBI: মহাত্মা গান্ধী নয়, এবার ৫০০-র নোটে থাকবেন প্রভু শ্রী রাম! জানুন RBI কি বলছে?

নিউজশর্ট ডেস্কঃ ব্যাঙ্কিং খাতে সবার উপরে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank Of India)। সম্প্রতি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভগবান শ্রী রামের ছবিসহ ৫০০ টাকার নোটের(500 Rupees Note) একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই নোট থেকে মুছে ফেলা হয়েছে মহাত্মা গান্ধীর ছবি।

   

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ছবিটি দেখলে আপনি দেখতে পারবেন ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির জায়গায় রয়েছে প্রভু শ্রী রাম ও অযোধ্যার রাম মন্দিরের ছবি। আর এই নোটের পেছনে লালকেল্লার ছবির জায়গায় অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের ছবি রয়েছে। এখন এই নোটের ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে।

এরপরেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি গান্ধীজীর ছবির পরিবর্তে এবার ৫০০ টাকার নোটে প্রভু শ্রী নামের ছবি থাকবে? কবে থেকে আসছে এই নতুন সিরিজ? সূত্রের খবর বলছে, ভগবান শ্রী রামের ছবিসহ ভাইরাল হওয়া এই ৫০০ টাকার নোটটি সম্পূর্ণ নকল। ব্যাংকিং সেক্টর বিশেষজ্ঞ এবং ভয়েস অফ ব্যাংকিং-এর প্রতিষ্ঠাতা অশ্বিনী রানা বলেছেন এমন কোন তথ্য দেওয়া হয়নি বা আরবিআই কোন তথ্য দেয়নি।

আরও পড়ুন: ভুলে যান FD, যত পারুন তত টাকা জমান RBI-র এই স্কিমে, ১ বছর পরে রিটার্ন পাবেন মুঠো মুঠো টাকা!

তিনি বলেছেন যে এই খবরটি সম্পূর্ণ ভুল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ টাকার নোটে এই ধরনের কোন নতুন সিরিজ ইস্যু করতে যাচ্ছে না। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও মহাত্মা গান্ধীর জায়গায় অন্য কোন ছবিসহ ৫০০ টাকার নোটের নতুন সিরিজ জারি করা হয়েছিল।

 

সেইসময় মহাত্মা গান্ধীর ছবির জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবিসহ একটি নতুন সিরিজের নোট ছাপানোর কথা শোনা যায়। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তথ্য সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই নোটের ক্ষেত্রে একই জিনিস পেশ করেছে আরবিআই।