পার্থ সারথি মান্না, কলকাতাঃ পহেলাগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকে রীতিমত রাগে ফুঁসছিল গোটা দেশ। এই নৃশংস হত্যার জবাব কিভাবে দেবে সেটাই দেখার অপেক্ষায় ছিল সকলে। তারপর ৭ই মে সকাল হতেই জানা গেল অপারেশন সিঁদুরের দৌলতে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এর জেরে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এপর্যন্ত জানা যাচ্ছে প্রায় ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে। এবার এই পরিস্থিতির মাঝেই একাধিক নির্দেশ জারি করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
নয়া নির্দেশ জারি কলকাতা পুরসভার
যুদ্ধের আবহের মাঝেই রাজ্যের পরিস্থিতি নিয়ে চিন্তায় সরকার। তাই কর্মীদের জন্য একাধিক নির্দেশ জারি করা হয়েছে। যার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল থেকে ২৪ ঘন্টা নজরদারি চালানোর মত নির্দেশ সামিল রয়েছে। এছাড়া যে কোনো পরিস্থিতিতে যাতে সম্পর্ক স্থাপন করা যায় তার জন্য সর্বদা মোবাইল অন রাখার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপদস্থ কর্মীদের। এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই বেশ কিছু প্রশ্ন উঠছে রাজ্যবাসীর মনে, যেমন কাদের ছুটি বাতিল হল? জরুরি পরিস্থিতির জন্য কি কি নির্দেশ দেওয়া হল। সেসব জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
অনির্দিষ্ট কালের জন্য বাতিল ছুটি
হ্যাঁ ঠিকই দেখছেন, নয়া নির্দেশ অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য ছুটি বাতিল হল কলকাতা পুরসভার কর্মীদের। শুধুমাত্র উর্ধতন কর্তৃপক্ষের স্পেশাল পারমিশন থাকলে তবেই ছুটি থাকবে। বিপর্যয় মোকাবিলা বিভাগকে ২৪ ঘন্টা বিশেষ করে রাতে সতর্ক থাকার জন্য আদেশ দেওয়া হয়েছে। জলের ট্যাঙ্ক যেন সর্বদা প্রস্তুত থাকে, ত্রিপল, ত্রাণ সামগ্রীও রেডি রাখার জন্য বলা হয়েছে। যদি কোথাও এই সমস্ত সামগ্রী মজুত না থাকে তাহলে সেটা দ্রুত করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুনঃ আরও সহজ আবাস যোজনায় বাড়ি পাওয়া, কমে গেল শর্ত, এই তারিখের মধ্যে করুন আবেদন
বন্ধ করা যাবে না মোবাইল ফোন
যে সমস্ত উচ্চ পদস্থ অফিসার বা আধিকারিক আছেন তাদের ফোন ২৪ ঘন্টা খোলা রাখতে। হবে এমনকি রাতেও বন্ধ করা যাবে না। মূলত আপদকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত যোগাযোগ করা যায় তার জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। যাহ্রাও কলকাতা পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলার রাখার জন্য নির্দেশ মিলেছে।