Papiya Paul

শেফ আর গোবরদেবীর প্রেম! সাপ-বেজির লড়াই নিয়ে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল

নিউজশর্ট ডেস্কঃ বাংলা বিনোদন জগতের দুটো সবথেকে জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা(Star Jalsa) এবং জি বাংলা(Zee Bangla)। দর্শকদের মনে বিনোদন জোগাতে এই দুই চ্যানেলের জুড়ি মেলা ভার। প্রতিদিন সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে পড়েন দর্শকেরা। আর টিভিতে চলতে থাকে একটার পর একটা পছন্দের সিরিয়াল। কখনো সেই সিরিয়াল(Bangla Serial) স্টার জলসার কখনো আবার জি বাংলা।

   

আর দর্শকদের এই সিরিয়ালের উপর ভিত্তি করেই নির্ভর করে টিআরপি(TRP)। যে সিরিয়ালের টিআরপি কম সেই সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় আসছে নতুন সিরিয়াল। বিগত কয়েক মাস ধরে দুটো চ্যানেলের ক্ষেত্রেই একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক নতুন মেগা ‘কথা’র(Katha) প্রোমো ভিডিও।

যেই সিরিয়ালের প্রোমো দেখে ইতিমধ্যে উচ্ছ্বসিত হয়েছেন দর্শকেরা। কিছুদিন আগে এই সিরিয়ালের কাস্টিং নিয়ে বেশ আলোচনা চলেছিল। টলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছিল এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। আর বাস্তবে এমনটাই ঘটেছে।

আরও পড়ুন: সূর্য অতীত! সোনা-রুপাকে নিয়েই অর্জুনের সাথে দীপার নতুন অধ্যায়, দেখুন ব্লকবাস্টার প্রোমো

স্টার জলসার নতুন সিরিয়াল ‘কথা’তে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে এবং নায়িকার ভূমিকায় দেখা যাবে পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দেকে। এই সিরিয়ালের সুস্মিতার নাম কথা, যে গাছ ভীষণ ভালোবাসে, নিজের বাড়ির বাগানে গাছের পরিচর্যা সে নিজেই করে। তাই গাছের জন্য গোবর সার থেকে অন্যান্য রাসায়নিক সার সমস্ত কিছু নিয়ে তার দিন চলে। এইজন্য তাকে পাশের বাড়ি থেকে ‘মিস গোবরদেবী’ নামে ডাকা হয়। ওইদিকে কথায় মনে হয় পুরুষ মানেই বিশ্বাসঘাতক।

গল্পের নায়ক সাহেব ওরফেও অগ্নিভ বেশ বড়লোক পরিবারের ছেলে। সে আবার নামকরা সেফ, যে রান্না করতে ভীষণ ভালোবাসে। সিরিয়ালের প্রমোতেই দেখিয়েছে দুজনের ধাক্কা লাগা থেকেই আলাপ শুরু। একেবারে শুরু থেকেই সাপ আর বেজির সম্পর্ক হতে চলেছে নতুন ধারাবাহিক কথাতে। তবে এই সিরিয়াল কখন সম্প্রচারিত হবে তা অবশ্য এখনো জানা যায়নি। অফিশিয়ালি কোন তথ্য পেলে অবশ্যই তা NEWZSHORT-র পাতায় জানানো হবে।