Papiya Paul

পুজোর আগেই আসছে নতুন বাংলা সিরিয়াল! Star Jalsa-র প্রোমো দেখে চিন্তায় দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাঙালি গৃহস্থ বাড়িগুলির বিনোদনের অন্যতম ভরসা বাংলা সিরিয়ালগুলি(Bangla Serial)। এই বাংলা সিরিয়ালগুলি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালি বাড়িগুলির সাথে। আর জি বাংলা ও স্টার জলসায় সম্প্রচারিত হওয়া এই সিরিয়ালগুলোতে প্রতিনিয়তই আসছে নতুন নতুন ধারাবাহিক। কারন বর্তমানে বেশিদিন চলে না কোন ধারাবাহিক। তাই কয়েক মাস অন্তর অন্তরই আসছে নতুন নতুন ধারাবাহিক। তেমনই এদিন দেখা মিলল আরেক নতুন ধারাবাহিকের, যার নাম ‘আমার শিক্ষক'(Aamar Shikkhok)।

   

মূলত শিক্ষককে নিয়েই এই সিরিয়ালের গল্প। শিক্ষককে সাধারণত বলা হয় সমাজ গড়ার কারিগর। এই শিক্ষক যেমন একদিকে বাবা মা’ও হতে পারে। তেমনি বিদ্যালয় ও কলেজের শিক্ষকরাও হতে পারে বিশেষ শিক্ষক। শিক্ষকদের হাত ধরে আমরা সকলেই বেড়ে উঠি, তারাই শিক্ষার আলোয় আলোকিত করে আমদের জীবন। আমাদেরকে প্রতিষ্ঠিত করে মানুষ হিসেবে। এই শিক্ষক নামের সঙ্গে জুড়ে থাকে শ্রদ্ধা ও ভালোবাসা।

যার কথা স্মরণে আসতেই খুলে যায় পৃথিবীর জটিল দরজা। একটু একটু করে সমৃদ্ধ হতে থাকি আমরা। আর এই গুরু-শিষ্য বা ছাত্র-শিক্ষকের সম্পর্ক পৃথিবীর অন্যতম এক পবিত্র সম্পর্ক। আর এই নিয়েই নাকি আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক।নতুন এই ধারাবাহিকের নাম আমার শিক্ষক। ইতিমধ্যে এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একটি মধ্যবিত্ত ঘরের ছেলে তার হাত খরচ চালানোর জন্য একটি বাচ্চাকে টিউশন পড়ায়। এমনকি ছেলেটার এমন পারাবারিক আর্থিক সমস্যা যে তার পরনের শার্ট ছিড়ে গেলেও সেটা কেনার টাকা নেই।

আর স্যার এর সেই ছেড়া শার্টটি নজরে পড়ে বাচ্চা ছেলেটির। এরপর সে তার একটু একটু করে টিফিনের টাকা জমিয়ে স্যারকে একটি শার্ট উপহার দেন, তার সঙ্গে দেন একটি কার্ড। যেখানে লেখা আছে বেস্ট স্যার এভার। আর ছাত্রের কাছ থেকে এই উপহারটি পেয়ে খুব খুশি হয় বাচ্চাটির স্যার। তারপরেই ভিডিওটা শেষ হয়ে যায়। আর তারপর আমার শিক্ষক বলে একটি ক্যাপশন লেখা দেখতে পাওয়া যায়।

স্টার জলসা লোগো দেওয়া এই ভিডিও সামনে আসতেই জল্পনা ছড়ায় যে, এই চ্যানেলে নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর ধারাবাহিকের নাম ‘আমার শিক্ষক’। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করে যদি সত্যি নতুন ধারাবাহিক আসে, তাহলে কোন টাইম স্লটে চলবে এই ধারাবাহিক ? কারন নতুন কোনো ধারাবাহিকের স্লট এই মুহূর্তে এই দুটি চ্যানেলে কোথাও নেই। এছাড়ও নেট মাধ্যমে এই প্রোমো ঘুরে বেড়ালেও টেলিভিশনে একবারও দেখা মেলে না এই প্রোমোর। তখনই সন্দেহ জাগে সকলের মনে। আর সেই সন্দেহই এদিন পরিণত হল সত্যিতে। এদিন জানা গেল এই তথ্য একদমই ভুল। এই নামের কোনো ধারাবাহিক স্টার জলসার পর্দায় আসছে না। এটি একটি বাংলাদেশী বিজ্ঞাপন ভিডিও। আর নেট মাধ্যমে চলা এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো।