পার্থ মান্নাঃ রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ উঠতে শোনা যায়। অনেক সময় নাকি শিক্ষকেরা ক্লাস করানোর বদলে ফাঁকি দেন বা স্কুল টাইম চালু হওয়ার পর জয়েন করেন। তবে আর সেসব চলবে না। শিক্ষকদের জন্যও কড়াকড়ি ব্যবস্থা চালু করল সরকার। যাতে করে ফাঁকি মারার আর কোনও অবকাশই থাকবে না।
শিক্ষকদের জন্য চালু কড়া নিয়ম
আসলে অনেক সময়েই দেখা যায় শিক্ষকেরা ঠিকমত ক্লাস নেন না বা স্কুল শুরুর সময় পেরিয়ে যাওয়ার পর কাজে যোগ দেন। এই ধরণের অভিযোগ জমা পড়ার পর শিক্ষকদের জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করা হচ্ছে শিক্ষা দফতরের তরফ থেকে। যার ফলে একদিকে যেমন নিয়মিত সময়ে স্কুলের আসতে বাধ্য হবেন সকলে তেমনি ফাঁকি মারলে সেটা ধরাও পরে যাবে।
শিক্ষকদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক
জানা যাচ্ছে ফাঁকিবাজ স্কুল শিক্ষকদের উচিত শিক্ষা দেওয়ার স্বার্থে এবার শিক্ষকদের জন্যও বায়োমেট্রিক সিস্টেম চালু করা হচ্ছে। পুজোর ছুটির পর স্কুল খুললেই এই নিয়ম চালু হয়ে যাবে। উত্তর দিনাজপুর জেলার স্কুল পরিদর্শন অফিসের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য নতুন অ্যাপ চালু করা হতে পারে।
কি জানাচ্ছে স্কুল শিক্ষা দফতর
স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, নিয়মিত অন টাইম স্কুলে আসা হচ্ছে কি না, আগে বেরিয়ে যাওয়া এই ধরণের গাফিলতির অভিযোগ মিলছিল। এছাড়া প্রশাসককে কাজের কারণে অনেক সময় শিক্ষকেরা স্কুলের সময় অনত্র থাকছিলেন বলেও অভিযোগ উঠছিল। তাই শিক্ষা পরিকাঠামোতে সার্বিকভাবে বদল আনার কথা ভাবা হচ্ছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিভাবে কাজ করবে নতুন বায়োমেট্রি অ্যাপ?
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কিভাবে কাজ করবে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অ্যাপ? এর উত্তরে জানা যাচ্ছে অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন শিক্ষকেরা। এতে ফিঙ্গারপ্রিন্ট এর পাশাপাশি ফেস রেকগনিশন থাকবে। এছাড়াও জিপিএস থাকার ফলে কোন লোকেশন থেকে লগইন করছেন সেই তথ্যও রেকর্ড করা যাবে।