পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। জন্মের পরেই আধার কার্ড করে নেওয়া যায়, যেটা স্কুলের ভর্তি হওয়া থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিয়ে এমনকি মৃত্যুর সময়েও প্রয়োজন পড়ে। তাই বিগত কয়েক মাসে জাল আধার কার্ডের অত্যাধিক বেড়ে নেওয়া নিয়ে রীতিমত চিন্তিত প্রশাসন। সেই কারণেই আধার তৈরির ক্ষেত্রে নয়া নিয়ম আনল রাজ্য সরকার।
জাল আধার রুখতে নয়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের
আসলে সীমান্তবর্তী জেলাগুলিতে বহু বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে। এরপর জাল আধার কার্ড তৈরি হওয়ার ফলে বেশ সমস্যা তৈরী হচ্ছে। সাধারণত স্থানীয় গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপাল কর্পোরেশন বা মহাকুমা শাসকের কার্যালয় থেকে জন্ম সার্টিফিকেট প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী জন্মের ২১ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হয় নাহলে বেশ খরচ হয় বার্থ সার্টিফিকেট পেতে। তবে এবার দেখা যাচ্ছে এই সার্টিফিকেটও জাল তৈরি হচ্ছে। তাই এবার পশ্চিমবঙ্গ সরকার ও UIDAI (আধার প্রস্তুতকারী সংস্থা) মিলে সিদ্ধান্ত নিয়েছে আধার তৈরির সময় বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
UIDAI এর সাথে বৈঠক রাজ্যের
যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যের আধিকারিকেরা স্বাস্থ্যদফতরের শীর্যকর্তাদের সাথে এই প্রসঙ্গে একাধিকবার বৈঠক করে ফেলেছেন। আগামী এক দুই সপ্তাহ থেকেই নয়া কর্মসূচি চালুহবে। দ্রুত যাতে আধার ও রাজ্যের সাথে সমস্ত কথাবার্তা মিটিয়ে কাজ চালু করা যায় তার দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।
আরও পড়ুনঃ বাঁচবে ট্যাক্স মিলবে মোটা সুদ! পোস্ট অফিসের এই ৫ স্কিম সম্পর্কে জানেন তো?
নতুন নিয়ম অনুযায়ী QR কোড দিয়ে স্ক্যান করলেই সবটা দেখা যাবে। যদি ১৮ বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আধার তৈরির জন্য অবতার কার্ড বা ছবি সহ সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। আর যদি বয়স ১৮ বছরেরকম হয় তাহলে বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে যেটা অনলাইনে ভেরিফিকেশন করা হবে। যদি আসল সার্ফিটিকেট হয় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু নকল হলেই সেটা তৎক্ষণাৎ ধরা পরে যাবে।