Indian Railways

anita

Indian Railways: পাত্তাও পাবে না বন্দে ভারত! হাওয়ার থেকেও জোরে ছুটবে নিউ জেনারেশন অমৃত ভারত

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের বৃহত্তম গণপরিবহন ব্যবস্থা ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে চেপেই সফর করে থাকেন দূর দূরান্তে। ভারতীয় রেলকে এই কারণেই আমাদের দেশের লাইফ লাইন বলে আখ্যা দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের দেশের প্রতিটি প্রান্তে শিরা ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল নেটওয়ার্ক। এমনকি এখনও দেশের  বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও চলছে ভারতীয় রেল পরিষেবা বিস্তারের কাজ.

   

তবে বিগত কয়েক দশকে প্রযুক্তির ছোঁয়ায় আমূল পরিবর্তন এসেছে ভারতীয় রেল পরিষেবায়। তবে এখন নিত্যনতুন ট্রেন রুট তৈরির পাশাপাশি আনা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন নতুন ট্রেন। যা ভারতীয় রেল পরিষেবায় এনেছে বিরাট গতি। ভারতীয় রেলের এই সমস্ত নতুন ট্রেনের তালিকা নাম লিখিয়েছে ‘বন্দে ভারত এক্সপ্রেস'(Vande Bharat Express),‘নমো এক্সপ্রেস’, ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ইত্যাদি।

এসবের মধ্যেই নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস (New Generation Amrit Bharat Express)। প্রসঙ্গত বন্দে ভারত চালু হওয়ার পর গোটা দেশ জুড়ে রেল যাত্রীদের মধ্যে বিরাট কৌতূহলের সৃষ্টি হয়েছিল।  তবে বন্দে ভারত ট্রেনের টিকিটের ভাড়া অনেক বেশি হওয়ায় তা সাধারণ মানুষের কাছে যথেষ্ট ব্যয়বহুল।

ভারতীয় রেল,Indian Railways,বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস,New Generation Amrit Bharat Express,অশ্বিনী বৈষ্ণব,Ashwini Vaishnaw,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

তাই যাত্রীদের খরচের কথা মাথায় রেখেই যাত্রীদের জন্য রেলের তরফে উপহার দেওয়া হয়েছে নতুন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন আর এবার এই তালিকার নতুন সংযোজন হতে চলেছে নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস।

আরও পড়ুন: টুক করে ঘুরে আসুন বিদেশ! এবার এই পদ্ধতিতেই মাত্র ৫ দিনে পেয়ে যাবেন পাসপোর্ট

ভারতীয় রেল,Indian Railways,বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস,New Generation Amrit Bharat Express,অশ্বিনী বৈষ্ণব,Ashwini Vaishnaw,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিছুদিন আগেই এই নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছিলেন, আগামী কয়েক বছরের মধ্যেই অন্ততপক্ষে ১০০০টি নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হবে। এই নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির বিশেষত্ব হল এগুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২৫০ কিলোমিটার। যা আগামী দিনে ছাপিয়ে যেতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতিকেও।

বর্তমানে ভারতে যে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে সেগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার, আগামী দিনে এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২২০ কিলোমিটার। কিন্তু তারপরেও এগিয়ে থাকবে এই নিউ জেনারেশন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন।