খরচ মাত্র ১৪০০ টাকা! দু’দিনের ছুটিতে পৌঁছে যান এই অজানা পাহাড়ি গ্রামে, মিলবে সুখের ঠিকানা

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিনের একঘেয়েমিতা থেকে শুরু হয় মানসিক অবসাদ। রোজ নটা-পাঁচটার ডিউটি করে ক্লান্ত হয়ে যায় সকলেই। শহরের ব্যস্ততা, কোলাহল, নিত্যদিনের যাতায়াতের যানজট, সবকিছুতে থাকতে থাকতে ঘিরে ধরে একঘেয়েমি। আর এইসব থেকেই মুক্তি পেতে প্রকৃতির কোলে দু’দিন কেটে আসতে চায় সকলে। সামনেই আসছে শীতকাল। এই সময় হালকা শীত পড়তে না পড়তে বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) যাওয়ার প্ল্যান করে থাকেন মানুষজন।

আর শীতের সময় এদিক-সেদিক ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি চাইলেও ঘুরে আসতে পারেন যে কোন জায়গায়। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ডেস্টিনেশনের(Destination) খোঁজ নিয়ে চলেছি আমরা। তাই ঝটপট নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলুন। এই জায়গাটির নাম অহলদারা(Ahaldara)। পাহাড়ের কোলে এই অফবিট জায়গাটির সন্ধান এখনও খুব বেশি মানুষের কাছে নেই। কার্শিয়াং-এর(Kurseong) এই গ্রামে মানুষের ভিড় এখনো কম।

নিরিবিলিতে সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট ডেফিনেশন অহলদারা। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। আপনি চাইলে এখানে টেন্টে থাকতে পারেন। তবে তার জন্য আগে থেকে হোমস্টেগুলোর সঙ্গে কথা বলে রাখতে হবে। সবকিছুর বন্দোবস্ত হোমস্টে কর্তৃপক্ষ করে দেবে। এখানে সন্ধ্যেবেলায় বন ফায়ার, নানা রকমের সুস্বাদু পদ খেতে খেতে কখন যে সন্ধ্যে কেটে রাত গড়িয়ে আসবে তা আপনি ধরতেও পারবেন না।

তবে এক্ষেত্রে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে। এখানে পাহাড়ি গ্রামের সৌন্দর্য এক আলাদা অনুভূতি নিয়ে আসবে। এছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে দারুণ লাগবে। আপনাদের ছাড়াও এখানে কুয়াশায় ঢাকা সবুজ অরণ্য জঙ্গল এই প্রাকৃতিক শোভা মন ছুয়ে যাবে। এভাবেই দুটো দিন কাটিয়ে দিতে পারবেন অহলদারা ভিউ পয়েন্টে। এখানের বিশেষ আকর্ষণ নানা প্রজাতির প্রজাপতি এবং পাখি দেখা যায়। এছাড়া আপনি দেখতে পারবেন সিঙ্কোনা গাছ। আর কমলালেবুর বাগান তো আছেই।

আরও পড়ুন: প্রচুর খরচ নয়, লোকাল ট্রেনে চড়ে বেড়িয়ে আসুন কলকাতার কাছের এই অফবিট লোকেশন থেকে

কিভাবে যাবেন?
ট্রেনে চেপে প্রথমে পৌঁছে যেতে হবে এনজিপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা অহলদারা। আপনি চাইলে শিলিগুড়ি থেকে সেবক ও কালিঝরা হয়েও এই জায়গাতে পৌঁছাতে পারেন। এখানে থাকা খাওয়া নিয়ে মোটামুটি মাথাপিছু খরচ হয় ১৪০০ টাকার মত।

Avatar

Papiya Paul

X