নিউজশর্ট ডেস্কঃ দেশের নাগরিকদের সুবিধার জন্য একটার পর একটা নতুন নিয়ম আনছে সরকার। দেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আরো বাড়ছে। যাতে কোন খামতি না থাকে তার জন্য নিত্যনতুন নিয়ম নিয়ে আসে কেন্দ্রীয় সরকার(Central Government)। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নিয়মে বদল আনা হয়েছে।
কি সেই বদল? এবার থেকে আধার কার্ড(Aadhar Card) না থাকলেও চলবে। তার বদলে এই নির্দিষ্ট নথিটির প্রয়োজন রয়েছে। এই নতুন নিয়মটি আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে লাগু হবে। চলুন তাহলে এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে যে সকল নাগরিকরা ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন, তাদের কাছে আধার বা অন্য কোন নতুন না থাকলেও হবে, এক্ষেত্রে আপনাকে শুধু দিতে হবে বার্থ সার্টিফিকেট(Birth Certificate)।
তবে শুধু ড্রাইভিং লাইসেন্স নয়, পাসপোর্ট, আধার কার্ড এগুলো বানাতে চাইলেও এখন শুধু বার্থ সার্টিফিকেট থাকলেই হবে।অর্থাৎ এবার শুধুমাত্র বার্থ সার্টিফিকেট থাকলেই সবকিছু কাজ হয়ে যাবে। গত বাদল অধিবেশনে সংসদে কেন্দ্রের তরফ থেকে এই পরিপ্রেক্ষিতে বিল পাস করে আইনে পরিণত করা হয়েছে। ১১ই আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষে বিলে সই করে আইনের পরিণত করার সম্মতি দিয়েছেন।
অর্থাৎ এই বিষয়টি আইনের পরিণত যা হয়ে যাওয়ার ফলে এখন একটি বার্থ সার্টিফিকেট এর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি এখন জন্ম এবং মৃত্যু দুটো ক্ষেত্রেই রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে গত ১৩ ই সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) ২০২৩ এর ১ এর উপর ধারা (২) অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন এই নিয়ম লাগু হবে।
এবার স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন সব ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট একমাত্র নথি হিসাবে ব্যবহার করা হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে সব নাগরিক উপকৃত হবেন।